ভয় পেয়েছিলেন নোভাক জোকোভিচ। জানতেন না, চিনতেন না। ম্যাচের আগের দিন কিছুটা জেনেছিলেন, চিনেছিলেন। আর ম্যাচের দিন হাড়ে হাড়ে বুঝলেন। গত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন, বিশ্বের এক নম্বরকে প্রথম রাউন্ডের প্রথম সেটে ৬-৪ গেমে হারিয়ে কাঁপুনি ধরিয়ে দিলেন ব্রিটেনের জ্যাক ড্রেপার। প্রথম দিনই ৩৭ মিনিটে উইম্বলডন জেতা হয়ে গেল ড্রেপারের।
ব্রিটেনে টেনিস পরিবারে জন্ম ড্রেপারের। তাঁর মা নিকি ছিলেন টেনিস খেলোয়াড়। তাঁর কাছেই প্রথম টেনিসে হাতেখড়ি ড্রেপারের। বাবা রজার ছিলেন লন টেনিস সংস্থার কর্তা।
২০১৮ সালে জুনিয়র উইম্বলডনের সিঙ্গলসে ফাইনালে ওঠেন তিনি। ব্রিটেনের সর্বকালের অন্যতম সেরা অ্যান্ডি মারের সঙ্গে নিয়মিত অনুশীলন করতেন। মারের দরাজ শংসাপত্র, ‘‘দেশের অন্যতম সেরা যুব টেনিস প্লেয়ার ড্রেপার। ও অনেক বড় হবে।’’