Advertisement
২০ এপ্রিল ২০২৪
Harmanpreet Kaur

গত বছর টি২০ বিশ্বকাপে রানার্স হওয়ার পুরস্কারমূল্য চলতি সপ্তাহেই পাবেন হরমনপ্রীতরা

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারতের মহিলা ক্রিকেট দল।

এ সপ্তাহেই পুরস্কারমূল্য পাবে মহিলা ক্রিকেট দল।

এ সপ্তাহেই পুরস্কারমূল্য পাবে মহিলা ক্রিকেট দল। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১০:৩৩
Share: Save:

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। সেই প্রতিযোগিতার মূল্য চলতি সপ্তাহেই দিয়ে দেওয়া হবে ক্রিকেটারদের। সংবাদ সংস্থাকে এমনই জানিয়েছে বোর্ডের একটি সূত্র। পুরস্কারমূল্যের ৫ লক্ষ ডলার সমান ভাবে ভাগ করে দেওয়া হবে ক্রিকেটারদের মধ্যে।

রবিবার ইংল্যান্ডের এক দৈনিকের প্রতিবেদনে হঠাৎই প্রশ্ন উঠেছিল। ওই প্রতিবেদনে দাবি করা হয়, অনেকদিন আগে পুরস্কারমূল্য পেলেও তা নাকি আটকে রেখেছে বিসিসিআই। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই ক্রিকেটারদের টাকা দিয়ে দিলেও ভারতীয় বোর্ড তা করেনি।

সেই দাবি উড়িয়ে দিয়েছেন বোর্ডের এক কর্তা। জানিয়েছেন, গত বছরের শেষ দিকে তাঁরা টাকা পেয়েছেন আইসিসি-র থেকে। বলেছেন, “এই সপ্তাহের শেষের মধ্যেই মহিলা ক্রিকেট দলের সদস্যরা তাঁদের টাকা পেয়ে যাবেন। টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।”

গত বছরের শেষে টাকা পেলেও এতদিন দেরি হল কেন পাঠাতে? বোর্ডকর্তা জানালেন, অতিমারির কারণে মুম্বইয়ে বোর্ডের দপ্তর বন্ধ ছিল দীর্ঘদিন। ফলে সব ধরনের কাজই আটকে গিয়েছে। তাঁর কথায়, “শুধু মহিলাদের টাকা নয়। পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, আন্তর্জাতিক ম্যাচের ফি, ঘরোয়া ক্রিকেটারদের টাকা সবই পাঠাতে একটু সময় লাগছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE