Advertisement
২৬ এপ্রিল ২০২৪
joe root

নামার আগেই মাঠের বাইরের লড়াইয়ে জো রুটের কাছে হেরে গেলেন বিরাট কোহলী

কিছুদিন পরেই রুট এবং কোহলী টেস্ট সিরিজে মুখোমুখি হবেন।

রুট এবং কোহলী।

রুট এবং কোহলী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ০৯:৩২
Share: Save:

বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে বিরাট কোহলীর। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় আয়ের বিচারে তিনি রয়েছেন ৬৬তম স্থানে। কিন্তু বিশ্বের ধনী অধিনায়ক কোহলী নন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এমনকি, ইংল্যান্ডের জফ্রা আর্চারের মতো ক্রিকেটারও কোহলীর থেকে বেশি বেতন পান বোর্ডের থেকে। কিছুদিন পরেই রুট এবং কোহলী টেস্ট সিরিজে মুখোমুখি হবেন। তার আগে আয়ের বিচারে রুট হারালেন কোহলীকে।

ইংল্যান্ড বোর্ড টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটারদের জন্য আলাদা চুক্তি করে। লাল বলের ক্রিকেটাররা বছরে ৭ লক্ষ পাউন্ড (আনুমানিক ৭.২২ কোটি টাকা) পান। কোহলী সেখানে বোর্ডের ‘এ+’ বিভাগের তালিকাভুক্ত হয়ে বছরে ৭ কোটি টাকা পান। অর্থাৎ, অধিনায়ক হিসেবে রুটের থেকে প্রায় ২২ লক্ষ টাকা কম পান তিনি। রুট বিশ্বের যে কোনও অধিনায়কদের থেকে বেশি টাকা পান।

তবে স্পনসর এবং অন্যান্য হিসেব ধরলে রুট অবশ্য কোহলীর তুলনাতেও আসবেন না। কোহলী অনেকটা এগিয়ে এসব দিক থেকে। তা ছাড়া, ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটাররা বছরে ১ লক্ষ ৭০ হাজার পাউন্ড (আনুমানিক ১.৭৫ কোটি) পান। সেখানে ভারতের ‘এ’ এবং ‘বি’ তালিকাভুক্ত যাঁরা রয়েছেন, তাঁরা অনেকটাই বেশি পান। ‘এ’ তালিকাভুক্তরা পান বছরে ৫ কোটি। ‘বি’ তালিকাভুক্তরা পান বছরে ৩ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE