Advertisement
২৬ অক্টোবর ২০২৪
Paris 2024

অলিম্পিক্সে প্রথম বার আর্থিক পুরস্কার, প্যারিসে সোনা জিতলে কত টাকা পাবেন নীরজ?

অলিম্পিক্সের পদকজয়ীদের কোনও আর্থিক পুরস্কার দেওয়া হয় না। প্যারিস অলিম্পিক্স থেকে সেই প্রথা পরিবর্তন হতে চলেছে। অ্যাথলেটিক্সে সোনাজয়ীদের দেওয়া হবে আর্থিক পুরস্কার।

picture of Neeraj Chopra

নীরজ চোপড়া। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২২:০৩
Share: Save:

ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। প্রথম বার কোনও বিশ্ব ক্রীড়া নিয়ামক সংস্থা অলিম্পিক্সে সোনাজয়ীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল। অলিম্পিক্সের প্রতি বিশ্বের সেরা অ্যাথলিটদের আগ্রহ বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স।

প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের ৪৮টি ইভেন্ট থাকবে। প্রতিটি ইভেন্টের সোনাজয়ীকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের সব পদকজয়ীরাই আর্থিক পুরস্কার পাবেন। বুধবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স জানিয়েছে, প্যারিস অলিম্পিক্সে যাঁরা অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে সোনা জিতবেন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৭০ হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে।

টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। প্যারিসেও সোনা জয়ের অন্যতম প্রধান দাবিদার ভারতীয় অ্যাথলিট। অলিম্পিক্স সোনা ধরে রাখতে পারলে নীরজও আর্থিক পুরস্কার হিসাবে প্রায় ৪১ লাখ ৭০ হাজার টাকা পাবেন।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স তাদের বিবৃতিতে বলেছে, ‘‘বিশ্বের প্রথম ক্রীড়া সংস্থা হিসাবে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। অলিম্পিক্সে সোনাজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসাবে আর্থিক পুরস্কার দেওয়া হবে। প্যারিস অলিম্পিক্স থেকেই পুরস্কার দেওয়া শুরু হবে।’’ সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেমসের যে লভ্যাংশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সকে দেবে, তা থেকেই পুরস্কৃত করা হবে সোনাজয়ীদের। প্রায় ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে ২০২৪ সালের সোনাজয়ীদের।

অন্য বিষয়গুলি:

Neeraj Chopra Athletics gold medal Prize Money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE