বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে লুকা মদ্রিচ মনে করেন, তাঁরা চাপে ফেলে দিয়েছেন আর্জেন্টিনাকে।
শনিবার বিপক্ষের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ১-০ এগিয়ে যাওয়ার পরে পেনাল্টি থেকে ২-০ করেন মদ্রিচই। আর্জেন্টিনা-আইসল্যান্ড ১-১ ড্র হওয়ায় ক্রোয়েশিয়াই এখন গ্রুপ ডি-র শীর্ষে। বৃহস্পতিবার নিজনি নভোগোর্ডে লিয়োনেল মেসিদের সঙ্গে খেলবেন ক্রোটসরা। যা নিয়ে মদ্রিচ বলেছেন, ‘‘সন্দেহ নেই আর্জেন্টিনা ভাল দল। কিন্তু এই ম্যাচটা জিতে আমরা ওদের খানিকটা হলেও চাপে ফেললাম। তা ছাড়া আমাদেরও আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল। আশা করি আর্জেন্টিনার বিরুদ্ধেও আমরা
ভাল খেলব।’’
আর্জেন্টিনা যে চাপে থাকবে সেটা বোঝাতে রিয়াল মাদ্রিদের তারকা মদ্রিচ আরও বললেন, ‘‘অবশ্যই মেসিদের হারানো কঠিন। হয়তো গ্রুপে ওরাই ফেভারিট। কিন্তু ওদের জিততেই হবে এমন মানসিকতা নিয়ে খেলতে হবে। যার মানেই চাপ। ওরাও বোধহয় আশা করেনি যে আমরা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে চমকে দেব।’’
২-০ জিতলেও ক্রোয়েশিয়ার একটা গোল আত্মঘাতী। অন্যটা পেনাল্টি। ব্যাপারটা কতটা ইতিবাচক জানতে চাওয়া হলে ক্রোয়েশিয়া কোচ জ্লাটকো ডালিচ তা নিয়ে উদ্বেগে থাকার কোনও দরকার আছে বলে মনে করেন না। ‘‘আসল কথা ম্যাচ জেতা। কর্নার, পেনাল্টি— এ সবই ফুটবলের অঙ্গ। গোল হলেই হল। কী ভাবে হল সেটা ভেবে মাথার চুল ছেঁড়ার কোনও মানে হয় না। তবে আমাদের আরও আক্রমণাত্মক খেলতে হবে। বিশেষ করে আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে,’’ বলছেন ক্রোটসদের কোচ।
পাশাপাশি প্রথম ম্যাচে হারলেও নাইজেরিয়ার জার্মান কোচ গের্নট রোর কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন না, ‘‘ক্রোয়েশিয়া আমাদের থেকে ভাল দল। তা ছাড়া নাইজেরিয়ার সবাই প্রায় তরুণ। ওদের একটু সময় দিতে হবে। এখনও অনেক কিছু শিখতে হবে ওদের। বিশেষ করে ভুল থেকে। সেই অর্থে ক্রোয়েশিয়া ম্যাচটা ওদের কাছে একটা বড় শিক্ষা।’’
গ্রুপে নাইজেরিয়ার পরের ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে। এই ম্যাচেই অনেকটা বোঝা যাবে গ্রুপ থেকে কোন কোন দেশ নকআউট পর্বে যেতে পারে। ‘‘মনে রাখবেন এই বিশ্বকাপে আমার দলটাই সব চেয়ে কম বয়সি। তবু বলছি, ওদের আইসল্যান্ডকে হারানোর ক্ষমতা আছে। আর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যা খেলেছে ছেলেরা, তার চেয়ে বেশি ভাল খেলার ক্ষমতা ওদের আছে। হয়তো আইসল্যান্ডের বিরুদ্ধেই সেটা ওরা প্রমাণ করে দেবে।’’