Advertisement
E-Paper

তরুণ সার্বিয়ার সামনে নাভাসদের কোস্তা রিকা

এত ভারী নামের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে সদ্য হ্যাটট্রিক করা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের কাজটা খুবই কঠিন সন্দেহ নেই। কোস্তা রিকার থাকার মধ্যে স্ট্রাইকার ব্রায়ান রুইজ। যিনি এক সময় ফুলহ্যামেও খেলেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৫:০১
অনুশীলনে আসেননি কোস্তা রিকার নাভাস। ছবি: এএফপি।

অনুশীলনে আসেননি কোস্তা রিকার নাভাস। ছবি: এএফপি।

ইংল্যান্ডের কাগজে ভবিষ্যদ্বাণী করে দেওয়া হচ্ছে রবিবার বিশ্বকাপে ক্রিলিয়া সেভেতভের সামারা এরিনায় সার্বিয়া ২-০ হারাবেই কোস্তা রিকাকে!

হতে পারে, এ হেন ভবিষ্যদ্বাণীর কারণ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে কোস্তা রিকার ১-৪ হার। বা, সার্বিয়া দলে এক ঝাঁক ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার থাকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার নেমানইয়া মাতিচ, সাউদাম্পটনের প্লে-মেকার দুসান তাদিচ, ফুলহ্যামের আলেকজান্ডার মিত্রোভিচ— তালিকাটা সত্যিই দীর্ঘ। সঙ্গে রয়েছেন ইপিএলের দুই প্রাক্তন ব্রানিস্লাভ ইভানোভিচ ও আলেকজান্ডার কোরলারভ। এই দু’জন দুই প্রান্তের দুই সাইডব্যাক। আর মাঝমাঠে মাতিচের সঙ্গে থাকছেন লাজিওর ‘মহামূল্যবান’ ফুটবলার সের্গেজ মিলিনোকোভিচ।

এত ভারী নামের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে সদ্য হ্যাটট্রিক করা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের কাজটা খুবই কঠিন সন্দেহ নেই। কোস্তা রিকার থাকার মধ্যে স্ট্রাইকার ব্রায়ান রুইজ। যিনি এক সময় ফুলহ্যামেও খেলেছেন।

সার্বিয়া ভীষণ ভাবে নির্ভরশীল তরুণ ব্রিগেডের উপর। তাদের অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপ জয়ী দলের অনেকেই এ বার খেলছেন সিনিয়র দলে (নয় জন)। বিশ্বকাপের মতো মঞ্চে অভিষেকের সামনে দাঁড়িয়ে থাকলেও তাঁদের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। হতে পারে এঁদের অনেকেই আগামী দিনে ইউরোপের বড় ক্লাবে খেলবেন। অবশ্য স্পেনের মতো সার্বিয়ার এই দলটারও কোচ নিয়ে সমস্যা আছে। এখনকার কোচ ম্লাদেন ক্রাস্তাইচ এক সময় সহকারী ছিলেন আগের কোচ স্লাভোলিয়াভ মাসলিনের। পরের পর খারাপ পারফরম্যান্সের জন্য তাঁরা মাসলিনকে রাখেননি।

পাশাপাশি বেলজিয়ামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রুইজের গোলে কোস্তা রিকা ১-০ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা ৪ গোল হজম করে। জোড়া গোল করেছিলেন রোমেলু লুকাকু। এ দিকে, বৃহস্পতিবার অনুশীলনে আসেননি নাভাস। কোস্তা রিকার সমর্থকেরা যা নিয়ে বিস্তর উদ্বেগে ছিলেন। তবে কোচ অস্কার রামিরেজ অবশ্য তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, ভয়ের কারণ নেই। সামান্য চোট থাকায় তাঁকে অনুশীলনে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি।

Football FIFA World Cup 2018 Costa Rica Serbia Keylor Navas বিশ্বকাপ ফুটবল ২০১৮
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy