Advertisement
০৪ মে ২০২৪
Sport News

খুদে ভক্তকে কাঁদিয়ে রাশিয়ায় রোনাল্ডো

শনিবার লিসবনের বিমানবন্দরে পর্তুগাল দল বিশ্বকাপ খেলার জন্য তখন রাশিয়াগামী বিমানে উঠতে যাচ্ছে। তখনই দেখা গেল এমন আবেগপূর্ণ দৃশ্য। রোনাল্ডোর সঙ্গে হাত মেলাতে পেরে, তাঁর স্নেহ এবং আদর পেয়ে বিহ্বল হয়ে পড়ে শিশুটি।

লক্ষ্য: মিশন রাশিয়ার পথে রোনাল্ডো। শনিবার। ছবি: এএফপি।

লক্ষ্য: মিশন রাশিয়ার পথে রোনাল্ডো। শনিবার। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৫:১৬
Share: Save:

শিশুটির লাল জার্সিতে লেখা ছিল ‘সাত’ নম্বর এবং রোনাল্ডো। আসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে পেয়েই দু’হাত তুলে ছুটে গেল সে। বাধা দেয়নি কেউ। পর্তুগিজ মহাতারকা কিছুটা গম্ভীর হয়েই পিছন ফিরে খুদে ভক্তকে দেখতে পান। মুহূর্তে তারকার খোলস ছেড়ে বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরে চুম্বন করেন রোনাল্ডো।

শনিবার লিসবনের বিমানবন্দরে পর্তুগাল দল বিশ্বকাপ খেলার জন্য তখন রাশিয়াগামী বিমানে উঠতে যাচ্ছে। তখনই দেখা গেল এমন আবেগপূর্ণ দৃশ্য। রোনাল্ডোর সঙ্গে হাত মেলাতে পেরে, তাঁর স্নেহ এবং আদর পেয়ে বিহ্বল হয়ে পড়ে শিশুটি। আনন্দে কেঁদে ফেলে সে। তখন দেখা যায়, রোনাল্ডো বার বার তার পিঠে হাত দিয়ে, জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। পাশে দাঁড়ানো বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরাও পর্যন্ত দাঁড়িয়ে দেখতে থাকেন। রোনাল্ডো হাসিমুখে তাঁর খুদে ভক্তকে অটোগ্রাফও দিয়ে গেলেন।

বিমানবন্দরে সি আর সেভেন এবং তাঁর ভক্তের মধ্যে এই আবেগপ্রবণ সাক্ষাৎ মুহূর্তে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমেও। রোনাল্ডোরা রাশিয়ার উড়ান ধরার পরেই সেই বাচ্চার মায়ের সঙ্গে যোগাযোগ করে ফেলেন সাংবাদিকরা। মা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘‘আমাদের জাতীয় দলকে আমার ছেলে খুব ভালবাসে। তার উপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে যেতে পেরে আর অটোগ্রাফ নিয়ে আনন্দে কেঁদেই ফেলেছিল।’’

ইউরো ২০১৬ জয়ের প্রতিজ্ঞা ও প্রত্যয় নিয়েই ফার্নান্দো স্যান্টোসের দল শনিবার রাশিয়ার বিমানে উঠল। দলের প্রত্যেকেই ছিলেন সুসজ্জিত। রোনাল্ডোকে ভীষণই সুন্দর দেখাচ্ছিল বলেও অনেকে টুইটারে মন্তব্য করতে থাকেন। সেই সঙ্গে অন্যদের আশা, সুন্দর রোনাল্ডোর কাছ থেকে এ বার সুন্দর ফুটবল উপহার পাওয়া যাবে।

বিমানবন্দরে রোনাল্ডো, বেনার্দো সিলভা, জেলসন মার্টিন্সদের বিদায় জানাতে প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল। রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল আর স্পেন রয়েছে একই গ্রুপে। প্রথম ম্যাচেই রোনাল্ডোরা খেলবেন ইনিয়েস্তাদের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE