Advertisement
২০ এপ্রিল ২০২৪

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে হয়তো নেমার

ফরাসি লিগে গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পান নেমার। তাঁর ডান পায়ের পাতার হাড় ভেঙে যায়। প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) তারকা অস্ত্রোপচারের পরেই রিহ্যাব শুরু করে দেন।

মহড়া: লক্ষ্য বিশ্বকাপ। লন্ডনে ব্রাজিলের অনুশীলনে নেমার। ছবি: এএফপি

মহড়া: লক্ষ্য বিশ্বকাপ। লন্ডনে ব্রাজিলের অনুশীলনে নেমার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৫:০৫
Share: Save:

বিশ্বকাপের সপ্তাহ দু’য়েক আগেই স্বস্তি ফিরল ব্রাজিল শিবিরে। জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়ে দিলেন ৩ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা উজ্জ্বল নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লিভারপুলের স্টেডিয়াম অ্যানফিল্ডে খেলবে ব্রাজিল। সোমবারই লন্ডন পৌঁছেই অনুশীলনে নেমে পড়েন নেমার, গ্যাব্রিয়েল জেসুস-রা। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের ফুটবলাররা যোগ দিচ্ছেন বুধবার।

ফরাসি লিগে গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পান নেমার। তাঁর ডান পায়ের পাতার হাড় ভেঙে যায়। প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) তারকা অস্ত্রোপচারের পরেই রিহ্যাব শুরু করে দেন। তা সত্ত্বেও তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় অব্যাহত ছিল। কিন্তু তেরেজোপোলিসে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার পর থেকেই বদলাতে থাকে ছবিটা। নেমার প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ওঠায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা তৈরি হয়। যদিও ব্রাজিল তারকা নিজে খুব একটা আশাবাদী ছিলেন না। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, অনুশীলন শুরু করলেও এখনও পুরো ফিট নন। কিন্তু রবিবার রাতে রিয়ো দে জেনেইরো থেকে লন্ডনের উড়ানে ওঠার আগে যাবতীয় সংশয় দূর করে দেন ব্রাজিল জাতীয় দলের ডাক্তার। তিনি বলেছেন, ‘‘ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমার মাঠে নামবে। তবে পুরো ম্যাচ হয়তো ও খেলবে না।’’ উচ্ছ্বসিত রদ্রিগো যোগ করেছেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠছে নেমার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে এখনও একটা সপ্তাহ সময় আমাদের হাতে রয়েছে। এর মধ্যে ওর আত্মবিশ্বাস আরও বাড়বে। নেমার ঠিক কী অবস্থায় রয়েছে, তা এই ম্যাচেই পরীক্ষা করে দেখতে চাই।’’

লন্ডন রওনা হওয়ার আগে রিয়োতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সংগ্রহশালায় গিয়েছিলেন ফুটবলাররা। পাঁচটি বিশ্বকাপ দেখে অভিভূত ফুটবলাররা। নেমারকে দেখা গিয়েছে, মুগ্ধ হয়ে ট্রফির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলেছেন, ‘‘তিন মাস পরে চোট সারিয়ে মাঠে ফিরতে পেরে আমি দারুণ খুশি। প্রত্যেকটা দিনই উন্নতি করছি। সব চেয়ে গুরুত্বপূর্ণ, চোটের আতঙ্ক কাটিয়ে আবার আমি স্বাভাবিক হয়ে উঠেছি।’’

নেমারকে নিয়ে স্বস্তি ফেরার দিনেই ব্রাজিল ভক্তদের উদ্বেগ বাড়ালেন পাগেনার লেমোস ও ডগলাস কোস্তা। ২৯ এপ্রিল ঊরুর পেশিতে চোট পেয়েছেন করিন্থিয়াস ডিফেন্ডার। এখনও বল নিয়ে অনুশীলন করতে পারছেন না তিনি। স্ট্রাইকার ডগলাসেরও চোট পেশিতে। বিশ্বকাপে দুই তারকার খেলা নিয়েই সংশয় বাড়ছে। ব্রাজিল জাতীয় দলের ডাক্তার বলেছেন, ‘‘আশা করছি, বৃহস্পতিবার থেকে বল নিয়ে অনুশীলন শুরু করতে পারবে পাগেনার। আমাদের লক্ষ্য ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ওকে পরীক্ষা করা। যদি পাগেনার না পারে, সে ক্ষেত্রে আমাদের অন্য কিছু ভাবতে হবে।’’

ব্রাজিল কোচ তিতে অবশ্য এই মুহূর্তে বিশ্বকাপ জেতা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না। রিয়ো থেকে উড়ানে লন্ডনের পৌঁছতে প্রায় বারো ঘণ্টা সময় লাগে। নেমারদের লন্ডন যাত্রার ভিডিয়ো প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাতে দেখা গিয়েছে, ফুটবলারদের কেউ গান শুনছেন। কেউ বই পড়ছেন। কেউ আবার ঘুমোচ্ছেন। কিন্তু ল্যাপটপ নিয়ে তিতে ব্যস্ত ছিলেন রণনীতি সাজাতে! ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেই অস্ট্রিয়া উড়ে যাবে ব্রাজিল। ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। তার পর ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রাশিয়া যাবেন নেমার-রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE