Advertisement
০৫ মে ২০২৪
FIFA World Cup 2018

সোশ্যাল মিডিয়ায় নেমারকে নিয়ে রসিকতা

বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের মুখে পড়েছেন নেমার।

এবার দেশে ফেরার পালা। কাজানে শনিবার নেমার। ছবি: এএফপি।

এবার দেশে ফেরার পালা। কাজানে শনিবার নেমার। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ১৯:৩৫
Share: Save:

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ছিটকে যাওয়ার পর নেমারকে নিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ। যা সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে।

বিশেষ করে তাঁর মার খেয়ে গড়াগড়ি খাওয়া নিয়ে হচ্ছে তুমুল হাসাহাসি। বিভিন্ন ধরনের অ্যানিমেশন চলছে তাঁর গড়াগড়ি নিয়ে। যা সর্বত্র রুচিসম্মত এমন নয়।

প্রসঙ্গত, বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে চার ম্যাচে ১৪ মিনিট গড়াগড়ি খেয়েছিলেন তিনি। বেলজিয়ামের বিরুদ্ধেও বারবার বক্সের মধ্যে পড়ে গিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করেন। কিন্তু সফল হননি। এটা নিয়েও চলছে রসিকতা।

তারকাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা আগেই বিদায় নিয়েছেন। মজা করে অ্যানিমেশন করা হয়েছে যেখানে মেসি, রোনাল্ডোদের সঙ্গেই দেশে ফিরছেন নেমার। মজা করে লেখা হয়েছে নেমার টেলিফোন করছেন মেসি-রোনাল্ডোকে যাতে বিমানবন্দরে এসে তাঁকে নিয়ে যাওয়া যায়। একজন লিখেছেন, রোনাল্ডো প্রশ্ন করছেন মেসিকে, নেমার কোথায়?

আরও পড়ুন: কেন হারল ব্রাজিল, পাঁচ প্রধান কারণ​

আরও পড়ুন: হ্যারি কেনকে আটকালেই হবে, দাবি সুইডেনের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE