Advertisement
২০ এপ্রিল ২০২৪
Virat Kohli

বিশ্বকাপের স্বাদ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে কী বলছেন কোহলী, অশ্বিনরা

চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে বিরাট কোহলীর ভারত।

ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১৭:১১
Share: Save:

চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে বিরাট কোহলীর ভারত। রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে নিজেদের ভাবনার কথা জানালেন বিরাট কোহলী, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান্ত শর্মা, কে এল রাহুলরা।

বিসিসিআইকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘‘আমরা শেষ দু বছরে যা খেলেছি তাতে আমাদেরই ফাইনালে যাওয়া উচিত ছিল। সেটাই হয়েছে। আমাদের এখন সবাই মিলে এক সঙ্গে এই বড় ম্যাচে ভাল খেলতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা উত্তেজিত।’’

উত্তেজিত সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও। তিনি বলেন, ‘‘আমরা দল হিসেবে যেভাবে ফিরে এসেছি, তার কৃতিত্ব সবার। কেউ না কেউ খারাপ সময়ে ভাল খেলে দলকে এই জায়গায় নিয়ে এসেছে। আমরা সব সময়ই দলের ভালর কথা ভেবে এসেছি। দলের প্রত্যেকেই খুব খুশি, আমি সহ অধিনায়ক হিসেবে বলতে পারি এটা আমার কাছে পুরস্কার।''

রোহিত শর্মা বলেন, ‘‘এটা দীর্ঘ যাত্রা। আমাদের দল ভাল খেলেছে। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও। আমরা কঠিন সময়েও সঠিক কাজ করতে পেরেছি। তাই আমরা ফাইনালে উঠতে পেরেছি।’’

কিছুদিন আগেই ১০০তম টেস্ট খেলা ইশান্ত শর্মা বলেন, ‘‘আমি এই দলের সদস্য হতে পেরে গর্বিত। আমরা শেষ দু বছরে ভাল খেলেছি। তাই সতীর্থদের জন্য খুব খুশি।’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের মতোই বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অলরাউন্ডার বলেন, ‘‘আমি, পূজারা, রাহানে, ইশান্তের মতো ক্রিকেটাররা ২০১৯ বিশ্বকাপে খেলতে পারিনি। আমরা এবার একসঙ্গে আছি। আশা করব এবার ইতিবাচক ফল পাব। তবে আমাদের খুব তাড়াতাড়ি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, কারণ একটা ম্যাচই ঠিক করে দেবে কারা চ্যাম্পিয়ন হবে। এটা যদি তিন ম্যাচের সিরিজ হত তবে ভাল হত। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টাই করে যাব।’’

অশ্বিনের সুরে সুর মিলিয়ে উমেশ যাদব বলেন, ‘‘এটা বিশ্বকাপের মতোই। ভারতীয় দল অনেক টেস্ট ম্যাচ খেলেছে। ফলে সমস্যা হবে না। আমি খুব খুশি ভারত ফাইনাল খেলছে বলে।’’

শেষ দুই সিরিজে না খেললেও দারুণ খুশি কে এল রাহুলও। তিনি বলেন, ‘‘আমরাই ফাইনালে যাওয়ার যোগ্য ছিলাম। আমার মনে হয় আমাদের ক্রিকেটাররা দারুণ খেলেছে। বিশেষ করে শেষ দুই বছর। আমরা কখনোই হাল ছাড়িনি। অধিনায়ক বিরাট ছাড়াও বাকি অভিজ্ঞ ক্রিকেটাররা সব সময় তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে গেছে ভাল খেলার জন্য।’’

চেতেশ্বর পূজারা নিশ্চিত, ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পাবে। তিনি বলেন, ‘‘গত দু’বছর ধরেই ছেলেরা দারুণ খাটছে। আমি ব্যাক্তিগত ভাবে দারুণ গর্বিত। আমি আশাবাদী যে, আমরা ফাইনালে ভাল খেলে জয় পাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE