Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হাতে সেলাই নিয়ে কিপিং করছেন ঋদ্ধি

হাতে চোট নিয়েই খেলছেন ঋদ্ধিমান সাহা? সম্ভবত তাই। ভারতীয় টেস্ট দলের উইকেটকিপারকে ডানহাতে চোট নিয়েই কিপিং, ব্যাটিং সবই করতে হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

বিশাখাপত্তনমে ঋদ্ধিমানের লড়াই। ছবি: শঙ্কর নাগ দাস

বিশাখাপত্তনমে ঋদ্ধিমানের লড়াই। ছবি: শঙ্কর নাগ দাস

রাজীব ঘোষ
বিশাখাপত্তনম শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০৩:১৬
Share: Save:

হাতে চোট নিয়েই খেলছেন ঋদ্ধিমান সাহা?

সম্ভবত তাই। ভারতীয় টেস্ট দলের উইকেটকিপারকে ডানহাতে চোট নিয়েই কিপিং, ব্যাটিং সবই করতে হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

কিন্তু চোটটা কোথায়?

সম্প্রতি ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনির মাঝের অংশ কেটে গিয়েছিল তাঁর। সেই জায়গাতেই সেলাই পড়ে আর সেই সেলাই নিয়েই খেলে যাচ্ছেন ঋদ্ধি।

বাংলার এই উইকেটকিপার ছাড়া আর কাউকেই কিপার হিসেবে আপাতত পছন্দ নয় বিরাট কোহালির। সেই জন্যই হাল্কা যন্ত্রণা নিয়েও তাঁকে খেলতে হচ্ছে। ডান হাতের এই চোটের জন্য বিশাখাপত্তনমে টেস্ট শুরুর দু’দিন আগে প্র্যাকটিসেও নামতে পারেননি ঋদ্ধি। সে দিন অবশ্য দলের সঙ্গে মাঠে এসেছিলেন। কিন্তু ডান হাত দিয়ে কোনও বল ধরেননি। তখনই ঋদ্ধির এই টেস্টে খেলা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। সে দিন তাঁর ডান হাতের তালুতে স্ট্র্যাপও লাগানো ছিল।

পরের দিন অবশ্য তিনি প্র্যাকটিস করেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি সুস্থ। তাই টেস্টে খেলবেন। কিন্তু এ দিন শোনা গেল, ঋদ্ধি পুরোপুরি সুস্থ নন। হাতের ওই সেলাই এখনও রয়েছে তাঁর। সেই জায়গায় মাঝে মাঝে যন্ত্রণা হওয়া সত্ত্বেও কিপিং করে চলেছেন তিনি। বিশাখাপত্তনমে এ দিন ঋদ্ধির এক পরিচিত এই খবর স্বীকার করে নিয়ে বলেন, ‘‘এখনও ওর হাতে সেলাই রয়েছে। যা নিয়ে ওকে কিপিং করতে হচ্ছে। সেই জন্যই বোধহয় এমন কিছু বল ওর হাত থেকে স্লিপ করে যাচ্ছে, যেগুলো সাধারণত করে না। যারা জানেন না ও চোট নিয়েই খেলছে, তাঁরা ভাবতেই পারেন ঋদ্ধি ফর্মে নেই। কিন্তু আসল কারণ তো তা নয়।’’

বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে দুইয়ের বেশি করতে পারেননি ঋদ্ধি। দুই ইনিংসেই এলবিডব্লিউ হন তিনি। তবে হাতে চোট নিয়ে ম্যাচের দ্বিতীয় দিন হাসিব হামিদকে যে ভাবে অসাধারণ রান আউট করেন, তার প্রশংসা এখন সবার মুখেই। নির্বাচকদের প্রধান এমএসকে প্রসাদ বলেন, ‘‘টেস্ট দলে এখন ঋদ্ধির ধারেকাছে কোনও কিপার নেই। তাই আমরা এখন অন্য কারও কথা কিছু ভাবছিই না।’’ টিভি ধারাভাষ্য দিতে আসা বাংলার প্রাক্তন উইকেটকিপার দীপ দাশগুপ্ত বলেন, ‘‘ঋষভ পন্থ, দীনেশ কার্তিকরা প্রচুর রান করছে ঠিকই। কিন্তু কিপিংয়ে ঋদ্ধিই সবার চেয়ে এগিয়ে। সেই জন্যই তো বিরাট ওকে এত পছন্দ করে। তবে ঋদ্ধিকে ধারাবাহিক ভাবে ভাল ব্যাটিং করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha Visakhapatnam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE