Advertisement
০৬ মে ২০২৪

ঋদ্ধির টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা

হতাশ: আঙুলের চোট এখনও সারেনি ঋদ্ধিমানের। ফাইল চিত্র

হতাশ: আঙুলের চোট এখনও সারেনি ঋদ্ধিমানের। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৫:৪২
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বহু আলোচিত পাঁচ টেস্টের সিরিজে শুরু থেকেই উইকেটকিপার ঋদ্ধিমান সাহার মাঠে নামা নিয়ে সংশয়। জানা গিয়েছে, বুড়ো আঙুলের চোট নাকি এখনও সারেনি ঋদ্ধির।

ঋদ্ধিমান এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির শিবিরে। সেখানেই রি-হ্যাব চলছে তাঁর। এ দিন, ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। কিন্তু ভারতীয় ক্রিকেট দল সূত্রে খবর, ১ অগস্ট থেকে ভারত বনাম ইংল্যান্ডের যে টেস্ট-মহারণ শুরু হতে চলেছে বার্মিংহামে, সেখানে ভারতের উইকেটের পিছনে নাকি দেখা যেতে পারে দীনেশ কার্তিককে।

যদিও টেস্ট সিরিজ শুরু হতে এখনও সপ্তাহ দু’য়েক বাকি। ইতিমধ্যেই টেস্ট দলের ভারতীয় খেলোয়াড়রা চলে এসেছেন ইংল্যান্ডে। সোমবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড লায়ন্স বনাম ভারত ‘এ’ দলের ম্যাচ। যে ম্যাচে রাখা হয়েছে সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং মুরলী বিজয়কে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়েই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ঋদ্ধি। যার জেরে ফাইনালে উঠেও মাঠে নামতে পারেননি তিনি। জুনের মাঝামাঝি এমনকি টেস্ট ক্রিকেটে অভিষেককারী আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়েও খেলা হয়নি তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha Test India England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE