মুম্বইয়ে ধর্মেন্দ্রের জন্য যে স্মরণসভার আয়োজন করেন সানি ও ববি, সেখানে দেখা মেলেনি হেমা মালিনীর। তার দিনকয়েক বাদে দিল্লিতে দুই মেয়েকে নিয়ে ফের স্মরণসভার আয়োজন করেন হেমা। এমন পৃথক ব্যবস্থা দেখে দেওল পরিবারের অন্দরে ভাঙনের খবর শোনা যায়। এ বার দেওলদের এক ঘনিষ্ঠ জানান, সে দিনের স্মরণসভায় হেমা না এসে ভালই করেছেন।
মুম্বইয়ের বিখ্যাত গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহের মালিক মনোজ দেশাই সানি-ববির আয়োজন করা স্মরণসভায় হাজির ছিলেন। যিনি দেওল পরিবারের ঘনিষ্ঠ-ও বটে। তিনি বলেন, ‘‘সে দিন হেমা না এসে ভালই করেছেন। আসলে হেমা এবং ধর্মেন্দ্রজি খুবই ঘনিষ্ঠ ছিলেন। তবে সে দিন যদি ওঁদের নিয়ে হঠাৎ কেউ কোনও মন্তব্য করে বসতেন, তা হলে গোটা স্মরণসভাটাই লন্ডভন্ড হয়ে যেত।’’
শুধু তা-ই নয়, সানি ও ববি দেওলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আয়োজিত স্মরণসভায় গাড়ির এত লম্বা লাইন ছিল, যে আমাকে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় ওঁদের দুই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। সানিকে গিয়ে বলি, অনেক লোক আসছে, আমি সামনের গেট দিয়ে বেরিয়ে যাব। ও কেবল আমাকে ধন্যবাদ জানায় স্মরণসভায় আসার জন্য। বাইরে বেরিয়েও ৪৫ মিনিট দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। প্রায় গোটা মুম্বই উপস্থিত ছিল ওই দিন।’’