Advertisement
০৫ মে ২০২৪

মাশার পাশে দাঁড়িয়ে তোপ টেনিস সংস্থার

কোর্টে ফিরে এলেও বিতর্ক মারিয়া শারাপোভার পিছু ছাড়ছে না। এ বার ফরাসি ওপেনে তাঁকে ওয়াইল্ড কার্ড না দেওয়া নিয়ে শুরু হল কাজিয়া।

ধাক্কা: প্যারিসে নেই মারিয়া। ছবি: গেটি ইমেজেস

ধাক্কা: প্যারিসে নেই মারিয়া। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০৪:৩২
Share: Save:

কোর্টে ফিরে এলেও বিতর্ক মারিয়া শারাপোভার পিছু ছাড়ছে না। এ বার ফরাসি ওপেনে তাঁকে ওয়াইল্ড কার্ড না দেওয়া নিয়ে শুরু হল কাজিয়া। তিরিশ বছর বয়সি শারাপোভা সদ্য ডোপিং নির্বাসন কাটিয়ে ফিরেছেন। এখন তাঁর র‌্যাঙ্কিং খুব উন্নত হয়নি। তাই ফরাসি ওপেনে খেলতে হলে একমাত্র উপায় ছিল ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আসা। কিন্তু ফরাসি টেনিস ফেডারেশন সেই আতিথেয়তার সুযোগ দিতে রাজি হয়নি। বুধবার আবার তাদের সেই সিদ্ধান্তের সমালোচনা করে মহিলা টেনিস সংস্থা (ডব্লিউটিএ) মাশার পাশেই দাঁড়িয়েছে।

ফরাসি টেনিস ফেডারেশনের প্রধান বার্নার্ড জুদিচেলি ফেহানদিনি বলেছেন, ‘‘চোট থেকে ফেরা কাউকে ওয়াইল্ড কার্ড দেওয়া যেতে পারে। ডোপ কেলেঙ্কারি থেকে ফেরা কারও হাতে ওয়াইল্ড কার্ড দেওয়া যায় না।’’ তাঁর এই মন্তব্য নিয়েই বিতর্কের ঝড় বইতে শুরু করেছে টেনিস মহলে।

ডব্লিউটিএ প্রধান পাল্টা এ দিন বিবৃতি দিয়েছেন যে, ‘‘শারাপোভাকে ওয়াইল্ড কার্ড না দেওয়ার যে যুক্তি ওরা দিচ্ছে, সেটা গ্রহণযোগ্য নয়। ওর কৃতকর্মের জন্য ইতিমধ্যেই শাস্তি ভোগ করেছে মারিয়া। আর কেউ ওকে ওর অপরাধের জন্য নতুন করে শাস্তি দিতে পারে না।’’ ফরাসি ওপেনে দু’বারের চ্যাম্পিয়ন শারাপোভা। এ বারের টুর্নামেন্ট শুরু আগামী ২৮ মে। ফরাসি ওপেন কর্তৃপক্ষ তাঁর মুখে র ওপর দরজা বন্ধ করে দিলেও ভেঙে না পড়ে শারাপোভাও পাল্টা শুনিয়ে দিয়েছেন। ‘যদি এ ভাবেই আমাকে আবার জেগে উঠতে হয়, তা হলে আমি তৈরি। প্রত্যেক দিন আবার পরিশ্রম করে ফিরে আসতে তৈরি আমি। কেউ আমাকে থামাতে পারবে না। কারও কথা নয়। কোনও খেলা নয়। আমার লক্ষ্যে আমি পৌঁছবই’। টুইটারে আবেগের বর্ষণ ঘটিয়ে লিখেছেন রুশ টেনিস সুন্দরী।

এমনিতেই শারাপোভার প্রত্যাবর্তন নিয়ে টেনিস দুনিয়া দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। শারাপোভা গ্ল্যামারে সেরা এবং টেনিসের বিজ্ঞাপনী বাজারের জন্য খুবই আকর্ষণীয় এক চরিত্র। তাঁর ফিরে আসাকে তাই বাণিজ্যমহল স্বাগত জানিয়েছে। আবার অনেক টেনিস খেলোয়াড় যে ভাবে তাঁকে ওয়াইল্ড কার্ড উপহার দিয়ে বিভিন্ন টুর্নামেন্টে নামানো হচ্ছে, তার সমালোচনা করেছেন। ইউজেনি বুশার্ডের মতো খেলোয়াড় মারিয়াকে আজীবন নির্বাসিত করার দাবিও তুলেছেন।

ফরাসি ওপেনের পর উইম্বলডনেও তাঁর নামা হবে কি না, তা জানার জন্য ২০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে শারাপোভাকে। উইম্বলডনের মূল ড্র-তে জায়গা পাওয়ার জন্য ইতালিয়ান ওপেনে অন্তত সেমিফাইনালে পৌঁছতে হতো তাঁকে। কিন্তু লুসিচ বারোনির বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডেই ৪-৬, ৬-২, ২-১ এগিয়ে থাকা অবস্থায় ঊরুর চোটের জন্য ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। এই মুহূর্তে শারাপোভার র‌্যাঙ্কিং ২১১। এই র‌্যাঙ্কিং নিয়ে তিনি উইম্বলডনের কোয়ালিফাইং পর্বে খেলতে পারবেন। সেখানে খেলে মূলপর্বে আসতে হবে তাঁকে। ফরাসি টেনিস সংস্থার মতো যদি অল ইংল্যান্ড ক্লাবও তাঁকে ওয়াইল্ড কার্ড দিতে রাজি না হয়, তা হলে কোয়ালিফায়ার খেলেই আসতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE