Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অশ্বিনকে পিছনে ফেলে টেস্ট বোলিংয়ে শীর্ষে ইয়াসির

সবাইকে টপকে এক লাফে শীর্ষে। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা একটা বড় প্রাপ্তি তো বটেই সঙ্গে ইয়াসির শাহর জীবনেও মোর ঘোরানো স্পেল। যার ফলে লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েই টেস্ট সিরিজ শুরু করল পাকিস্তান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ১৭:৪৬
Share: Save:

সবাইকে টপকে এক লাফে শীর্ষে। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা একটা বড় প্রাপ্তি তো বটেই সঙ্গে ইয়াসির শাহর জীবনেও মোর ঘোরানো স্পেল। যার ফলে লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েই টেস্ট সিরিজ শুরু করল পাকিস্তান। ১৯৯৬এ মুস্তাক আহমেদ বল হাতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছিলেন। তার পর ইয়াসির। দুই ইনিংস মিলে ইয়াসিরের সংগ্রহ ১০ উইকেট। প্রথম ইনিংসে ৭২ রানে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ৬৯ রানে চার উইকেট। তাঁর ১০ উইকেটের সুবাদেই বাজিমাত পাকিস্তানের। এখনও পর্যন্ত ১৩ টেস্টে ইয়াসির নিয়েছেন ৮৬ উইকেট। পিছনে ফেলে দিয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। ইয়াসিরের থেকে সাত পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। ভারতের জাদেজা রয়েছেন ছয়ে। টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে রয়েছেন ভারতের দু’জনই।

এই টেস্ট ম্যাচ জয়ের সঙ্গেই পাকিস্তানের অনেকেই র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন উপরের দিকে।টেস্ট ব্যাটিংয়ের সেরা ১০এ পাকিস্তানের দু’জন থাকলেও ভারতের কারও জায়গা হয়নি। মিসবা উল হক ও ইউনিস খান রয়েছেন নয় ও সাতে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দ্বিতীয় দক্ষিম আফ্রিকার হাসিম আমলা ও তৃতীয় ইংল্যান্ডের জো রুট। ভারতের অজিঙ্ক রাহানে রয়েছেন ১২ নম্বরে, বিরাট কোহালি ১৪তে।

আরও খবর

বিয়ারের বোতল নিয়ে ছবি পোস্ট, বিসিসিআইয়ের ক্ষোভের মুখে ক্রিকেটাররা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yasir Shah Test Bowling Ranking Ravichandran Ashwin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE