চেন্নাইয়ের চিপকে আরও এক রেকর্ডে ঢুকে পড়লেন এমএস ধোনি। দলের খারাপ সময়ে এসে হাল ধরলেন তো বটেই সঙ্গে করে ফেললেন হাফ সেঞ্চুরিও। ৮৮ বলে ৭৯ রানের ইনিংসের সুবাদে ভারতীয় দল একটা ভাল জায়গায় পৌঁছে গেল সঙ্গে ধোনি করে ফেললেন ১০০টি হাফ সেঞ্চুরি। সব ফর্ম্যাটের ক্রিকেট মিলে হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলা মহেন্দ্র সিংহ ধোনির ওয়ান ডে-তে হাফ সেঞ্চুরির সংখ্যা ৬৬। মোট হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করা তিনি ১৩তম ক্রিকেটার। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৬৪), রাহুল দ্রাবিড় (১৪৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১০৭)। তার পরই এই সাফল্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন স্বয়ং মাস্টার ব্লাস্টার। সচিন টুইটে লেখেন, ‘‘আরও একটা সেঞ্চুরি এমএস ধোনি। ৫০এর সেঞ্চুরির জন্য তোমাকে শুভেচ্ছা।’’
আরও পড়ুন
টেস্ট ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন ক্রিস গেল
ম্যাক্সওয়েলের দুরন্ত ক্যাচে বিরাটের আউট হওয়ার ভিডিও ভাইরাল
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের শুরুটা খুবই খারাপ হয়েছিল ভারতের। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে তখন রীতিমতো সমস্যায় ভারত। সেই সময়ই হাল ধরেন ধোনি। আর দলকে ভরসা দেওয়ার সঙ্গেই করে ফেলেন হাফ সেঞ্চুরির সেঞ্চুরি।
দেখুন সচিনের টুইট
Yet another 100 for @msdhoni! This time in front of the stumps! Congratulations on a century of 50s Mahi 👍🏻 pic.twitter.com/2yPf1wUnW7
— Sachin Tendulkar (@sachin_rt) September 17, 2017