Advertisement
১৯ এপ্রিল ২০২৪

২৮ বছর পরে এশিয়াডে পালোয়ানি

কার্তার সিংহের পর আরও একটি সোনা জিততে অপেক্ষা করে থাকতে হল আঠাশ বছর! শনিবারের দুই ঐতিহাসিক স্বর্ণ পদকের পর চার নম্বরটার জন্য আঠাশ ঘণ্টাও অপেক্ষা করতে হল না! রবিবাসরীয় ইনচিওন গেমসে রোমাঞ্চকর জয়ে এই দুই প্রতীক্ষারই অবসান ঘটালেন যোগেশ্বর দত্ত। কুস্তির ম্যাটে জালিম খানের জুলুম সামলাতে অবশ্য আখড়ায় শেখা মারপ্যাঁচের সমস্ত কৌশল উজাড় করে দিতে হল লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ীকে। ৬৫ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে শেষপর্যন্ত তাজিকিস্তানের কুস্তিগির জালিম খান ইউসুপভের জমাট রক্ষণ তিন বার ভাঙতে পারার সুবাদেই ৩-০ জিতে সোনা ছিনিয়ে নিলেন যোগেশ্বর।

কুপোকাত প্রতিপক্ষ। সোনা যোগেশ্বরের। ছবি: পিটিআই

কুপোকাত প্রতিপক্ষ। সোনা যোগেশ্বরের। ছবি: পিটিআই

ইনচিওন
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৮
Share: Save:

কার্তার সিংহের পর আরও একটি সোনা জিততে অপেক্ষা করে থাকতে হল আঠাশ বছর!

শনিবারের দুই ঐতিহাসিক স্বর্ণ পদকের পর চার নম্বরটার জন্য আঠাশ ঘণ্টাও অপেক্ষা করতে হল না!

রবিবাসরীয় ইনচিওন গেমসে রোমাঞ্চকর জয়ে এই দুই প্রতীক্ষারই অবসান ঘটালেন যোগেশ্বর দত্ত।

কুস্তির ম্যাটে জালিম খানের জুলুম সামলাতে অবশ্য আখড়ায় শেখা মারপ্যাঁচের সমস্ত কৌশল উজাড় করে দিতে হল লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ীকে। ৬৫ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে শেষপর্যন্ত তাজিকিস্তানের কুস্তিগির জালিম খান ইউসুপভের জমাট রক্ষণ তিন বার ভাঙতে পারার সুবাদেই ৩-০ জিতে সোনা ছিনিয়ে নিলেন যোগেশ্বর। যাঁর দাপটে এ দিন পদক তালিকায় ষোলো থেকে নবম স্থানে উঠে এল ভারত। ১৯৮৬ সোল গেমসে ভারতের হয়ে কুস্তির শেষ সোনাটা জিতেছিলেন কার্তার সিংহ। তার পর আবার ভারতীয় কুস্তির ইতিহাসে স্বর্ণোজ্জ্বল আরও একটি অধ্যায় যোগ করলেন যোগেশ্বর। সেই দক্ষিণ কোরিয়াতেই!

গত কাল দশটি পদক এসেছিল। রবিবার যোগেশ্বরের সোনার পাশে একটি রুপো, তিনটি ব্রোঞ্জ জিতে তাক লাগালেন অ্যাথলিটরা। টেনিসেও তিন ব্রোঞ্জ আসায় গেমসে ভারতের দ্বিতীয় সেরা দিন কাটল।

• শেষ মুহূর্তের কিস্তিমাতে কুস্তির ফাইনালে

রবিবার ভারতের একমাত্র সোনা আসাটা সেমিফাইনালের লড়াই শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগেও নিশ্চিত ছিল না। ৬৫ কেজি ফ্রিস্টাইলের শেষ চারে তখনও চিনা কুস্তিগির য়িরলানবিয়েকে কাতাই দাপটে লড়ে এগিয়ে আছেন ৯-৭ পয়েন্টে। এবং বাউট শেষ হতে শেষ কয়েক সেকেন্ড বাকি। ঠিক এমনই রুদ্ধশ্বাস নাটকীয় পরিস্থিতিতে অচমকা শরীরের চকিত মোচড়ে প্রতিপক্ষকে ম্যাটে ফেলে গিয়ে চেপে ধরেন যোগেশ্বর। যে প্যাঁচ থেকে নিজেকে আর মুক্ত করতে পারেননি দাপুটে চিনা কুস্তিগির। শেষ মুহূর্তের এই কিস্তিমাতে ‘ভিকট্রি বাই ফল’ নিয়মে যোগেশ্বর জিতে যান ৫-০ পয়েন্টে। এর পর ফাইনালে প্রথম রাউন্ডের একেবারে শেষে গিয়ে প্রথম পয়েন্ট পান। দ্বিতীয় রাউন্ডে আরও দু’টি পয়েন্ট ছিনিয়ে নিয়ে জয় এবং সোনা নিশ্চিত করেন। তবে পুরুষদের ৯৭ কেজিতে সাতিওয়ার্ত কাদিয়ান এবং মেয়েদের ৫৫ কেজিতে ববিতা কুমারী ব্রোঞ্জের লড়াই হেরে যান।

• রুপোর পা

মেয়েদের হাঁটায় ভারতকে প্রথম এশিয়ান গেমস পদক দিলেন খুশবীর কউর। অমৃতসরের এ কুশ বছরের মেয়ে এ দিন ২০ কিমি হাঁটায় ১ ঘণ্টা ৩৩ মিনিট ০৭ সেকেন্ড সময় করে রুপো জিতে ইতিহাস গড়লেন। জাতীয় রেকর্ডের অধিকারী খুশবীর এ বছরের এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। এ দিন ১৮ কিমি পর্যন্ত তৃতীয়ই ছিলেন। শেষ দু’কিলোমিটারে গতি বাড়িয়ে রুপো জিতলেন। মেয়েদের হ্যামার থ্রো-এ অপ্রত্যাশিত ব্রোঞ্জ এল মঞ্জু বালার দুরন্ত থ্রো-এ। প্রথম চেষ্টাতেই ৬০.৪৭ মিটার ছুড়ে পদক জিতে নেন তিনি। মেয়েদের চারশো মিটারে এম আর পুভাম্মা ৫২.৩৬ সময় করে ব্রোঞ্জ জিতলেন। ভারতের অপর স্প্রিন্টার মনদীপ কউর ষষ্ঠ হন। পুরুষদের চারশো মিটারে আবার নিজের সেরা সময় করে অপ্রত্যাশিত ব্রোঞ্জ জিতলেন রাজীব আরোকিয়া। সময় নিলেন ৪৫.৯২ সেকেন্ড, যা তাঁর আগের সেরা সময় ৪৬.১৩ সেকেন্ডের থেকে অনেকটাই কম। হেপ্টাথেলনের ২০০ মিটারে সুস্মিতা সিংহ রায় ও স্বপ্না বর্মন নিজেদের হিটে তৃতীয় হন।

• পদক নিশ্চিত মেরির

এম সি মেরি কমের নেতৃত্বে ইনচিওন থেকে খালি হাতে ফিরছেন না ভারতের মহিলা বক্সাররা। একত্রিশ বছরের মেরি কোয়ার্টার ফাইনালে নিজের থেকে দশ বছরের ছোট চিনা তারকা সি হাইজুয়ানের বিরুদ্ধে শেষ রাউন্ডে হারলেও প্রথম দুই রাউন্ডে এগিয়ে থাকার সুবাদে ৫১ কেজির সেমিফাইনালে গেলেন। ফলে লন্ডন অলিম্পিকের পর এখানেও তাঁর ব্রোঞ্জ নিশ্চিত। তবে পদকের রংটা বদলাতে হলে সেমিফাইনালে ভিয়েতনামের লে থি বাংকে হারাতে হবে মণিপুরের পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। ৬০ কেজিতে এল সরিতা দেবী এবং ৭৫ কেজিতে পূজা রানিও সেমিফাইনালে ওঠায় আরও দু’টি ব্রোঞ্জ নিশ্চিত। পুরুষ বিভাগে টিকে থাকা ভারতের একমাত্র বক্সার এল দেবেন্দ্র সিংহ টেকনিক্যাল নকআউটে লাওসের বউনফোনেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেলেন।

• সামনে দক্ষিণ কোরিয়া

মালয়েশিয়ার বিরুদ্ধে ৬-১ জিতে তেতে আছে ভারতের মহিলা হকি দল। সোমবারের সেমিফাইনালে সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকা সত্ত্বেও তাই ভারতীয় কোচ নিল হ্যাগউড বলেছেন, “দক্ষিণ কোরিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে পারে, নিজেদের গ্রুপে ওরা অপরাজিতও। কিন্তু আমাদের টিম যা ফর্মে, তাতে সেমিফাইনালের আগে আমরা দারুণ আত্মবিশ্বাসী। সেমিফাইনালেও সেরা ফর্ম ধরে রেখে গোল করতে চাই।”

• ভাড়ার তরীতে ফাইনালে

ইনচিওনে এসে ভাড়া নেওয়া হয়েছে উচ্চমানের ক্যানো এবং কায়াক। এমন সব তরী নাকি ভারতে পাওয়া যায় না। আর সেই অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জামের জোরেই নাকি কায়াক এবং ক্যানোর এগারোটি ইভেন্টের মধ্যে ছ’টিতেই ফাইনালে ভারতীয়রা!

এক নজরে রবিবার

কুস্তি

৬৫ কেজি ফ্রিস্টাইলে যোগেশ্বর দত্তের সোনা।

অ্যাথলেটিক্স

মেয়েদের ২০ কিমি হাঁটায় খুশবীর কউরের রুপো। মেয়েদের চারশো মিটারে এম আর পুভাম্মা ও ছেলেদের ৪০০ মিটারে রাজীব আরোকিয়ার ব্রোঞ্জ। মেয়েদের হ্যামার থ্রো-এ ৬০.৪৭ মিটার ছুড়ে ব্রোঞ্জ মঞ্জু বালার।

টেনিস

মিক্সড ডাবলসে সোনার লড়াইয়ে সানিয়া মির্জা-সাকেত মিনেনি। পুরুষদের ডাবলসে সোনার লড়াইয়ে সাকেত মিনেনি-সনম সিংহ। মেয়েদের ডাবলসে সানিয়াদের ব্রোঞ্জ। সিঙ্গলসে ব্রোঞ্জ য়ুকি ভামব্রির। পুরুষদের ডাবলসের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ য়ুকি-দ্বিবীজ শরন জুটির।

টেবল টেনিস

দলগত ইভেন্টে চিনের কাছে হেরে ছেলেদের বিদায়। মেয়েরা সিঙ্গাপুরের কাছে হেরে দলগত লড়াইয়ের বাইরে।

তিরন্দাজি

রিকার্ভে ব্রোঞ্জের ম্যাচে ২১৭ পয়েন্টে টাই হওয়ার পর শ্যুট অফে জাপানের কাছে এক পয়েন্টে হার (২৬-২৭) দীপিকা কুমারী, বোম্বাইলা দেবী, লক্ষ্মীরানি মাঝির মহিলা দলের।

বক্সিং

সেমিফাইনালে মেরি কম (৫১ কেজি), পূজা রানি (৭৫ কেজি), এল সরিতা দেবী (৬০ কেজি), পুরুষদের ৪৯ কেজির কোয়ার্টার ফাইনালে এল দেবেন্দ্র সিংহ।

কবাডি

গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শুরু পুরুষ ও মহিলা দলের।

ভলিবল

গ্রুপে দক্ষিণ কোরিয়ার কাছে হার ছেলেদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE