নিউজিল্যান্ডে তিন ম্যাচের একদিনের সিরিজে কোনও উইকেট নেননি যশপ্রীত বুমরা। ভারতও হেরেছে তিন ম্যাচে। বুমরার ফর্ম সেই কারণেই উদ্বেগে রাখছে ক্রিকেটপ্রেমীদের।
বিরাট কোহালির দলের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে বিপক্ষের কোনও উইকেট নিতে না পারা। শুধু প্রথম ১০ ওভারে উইকেট নিতে না পারাই নয়, শেষ ১০ ওভারে রান আটকানোর কাজেও ব্যর্থ হয়েছেন বোলাররা। আর প্রধানত বুমরার বোলিংই হতাশ করছে শিবিরকে। কারণ, উইকেট নেওয়া বা রান আটকানোর জন্য তিনিই দলের এক নম্বর ভরসা।
এই পরিস্থিতিতেই নেহরার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পেসার আশিস নেহরা। তিনি। বলেছেন, “প্রত্যেক সিরিজেই বুমরা দুরন্ত বল করবে, এটা আশা করা বাড়াবাড়ি। মাথায় রাখতে হবে যে চোট সারিয়ে ফিরছে ও। সব সময়ই সেরা ছন্দে বল করা যে কোনও ক্রিকেটারের পক্ষেই কঠিন। এমনকি, বিরাট কোহালিও এই সিরিজে রান পায়নি।”