Advertisement
E-Paper

রোহিতকে থামানো অসম্ভব, বললেন গ্লেন ম্যাক্সওয়েল

ম্যাক্সওয়েলের মতে, ৩১ বছর বয়সী মুম্বইকরের ব্যাটিং সাবলীল। এর কারণ হিসেবে রোহিতের টাইমিংকে চিহ্নিত করেছেন তিনি। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই দক্ষ ডানহাতি ব্যাটসম্যান, সেটাও মনে করিয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৪:৫৫
অস্ট্রেলিয়ায় রোহিতকে এই মেজাজেই দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ায় রোহিতকে এই মেজাজেই দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের চাবিকাঠি হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক ভিডিয়ো সাক্ষাত্কারে রোহিতের প্রশংসায় উচ্ছ্বসিত শুনিয়েছে তাঁকে।

ম্যাক্সওয়েলের মতে, ৩১ বছর বয়সী মুম্বইকরের ব্যাটিং সাবলীল। এর কারণ হিসেবে রোহিতের টাইমিংকে চিহ্নিত করেছেন তিনি। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই দক্ষ ডানহাতি ব্যাটসম্যান, সেটাও মনে করিয়ে দিয়েছেন।

ম্যাক্সওয়েল বলেছেন, "অনায়াসে বড় শট নেয় রোহিত। মনে হয় অন্যদের থেকে ও শট নেওয়ার জন্য বেশি সময় পাচ্ছে। ব্যাটিংকে খুব সহজ দেখায় ও। আর রোহিতের ব্যাটিং দেখার মজা এখানেই। রোহিত ব্যাট করলে ক্রিকেট খেলাটাকেই খুব সরল দেখায়। পেস ও স্পিন, উভয়ের বিরুদ্ধেই রোহিত দারুণ। যদি চায়, তবে মাইলখানেক দূরত্বে বল ফেলতে পারে।"

আরও পড়ুন: বিদেশে সব দলই ব্যর্থ হয়, একা ভারতেরই দোষ? প্রশ্ন রবি শাস্ত্রীর​

আরও পড়ুন: নিলামের আগে এই মুহূর্তে ঠিক কেমন দেখতে কলকাতা নাইট রাইডার্স দল​

২১ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের পর ৬ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। জানুয়ারিতে রয়েছে একদিনের সিরিজ। ওয়ানডে ফরম্যাটে রোহিতের গড় ৪৭.৫০। টি-টোয়েন্টি ও টেস্টে গড় তুলনায় অনেক কম, যথাক্রমে ৩৯.৯৭ ও ৩৩.৪৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, একদিন ও টি-টোয়েন্টিতে তাঁর গড় যথাক্রমে ২৮.৮৩, ৫৭.৫০ ও ৩০.২০। ছয় বছর আগে পারথে একদিনের ম্যাচে ১৭১ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাক্সওয়েল বলেছেন, "সীমিত ওভারের ক্রিকেটে রোহিত হল দুর্দান্ত তারকা। ওয়ানডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি মোটেই মুখের কথা নয়। রোহিতকে আসলে থামানো যায় না। ও রিল্যাক্সড থাকে। চাপে পড়ে না। পরিস্থিতিকে মাথায় চড়তে দেয় না।" প্রসঙ্গত, ৫০ ওভারের ক্রিকেটে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। যা রেকর্ড।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Glenn Maxwell Rohit Sharma Australia Cricket India Cricket Double Century
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy