শুভেচ্ছা জানিয়ে টুইটের বন্যা শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। উন্মুখ বিগ বি-র সঙ্গে গোটা বলিউড। পৃথিবীর অন্য প্রান্ত থেকে উড়ে এসেছিলেন ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোরা। দিনভর সাজ সাজ রবের শেষে রাতে আত্মপ্রকাশ ঘটল যুবরাজ সিংহের পোশাকের লাইন ওয়াইডব্লিউসি ফ্যাশনসের। যার উদ্বোধনে র্যাম্প মাতালেন ভারতীয় ক্রিকেট ও অন্য খেলার তারকারা। আলোড়ন তোলা শো-এর শেষে যুরবাজ আবার নতুন চাঞ্চল্য তৈরি করলেন। বাগদত্তা হ্যাজেল কিচের সঙ্গে বিয়েটা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সেরে ফেলছেন ঘোষণা করে। ফ্যাশনের দুনিয়ায় ক্রিকেটারদের পদার্পণ অভিনব নয়। বিরাট কোহালিরই নিজস্ব পোশাকের ব্র্যান্ড ‘রঙ’ রয়েছে। তবে যুবরাজের ক্ষেত্রে উদ্যোগটা একটু অন্য রকমের। নিজে দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে বাইশ গজে ফেরার পর তৈরি করেছেন ক্যানসার ফাউন্ডেশন ‘ইউউইক্যান’। যে ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহের তাগিদ থেকেই ফ্যাশন ব্যবসায় শনিবার রাতে পা রাখলেন। ব্যান্ডের নামটাও ফাউন্ডেশনের সংক্ষেপ, ‘ওয়াইডব্লিউসি’। র্যাম্পে যুবরাজের সঙ্গে হাঁটলেন বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফ, জাহির খান, ইশান্ত শর্মা, রোহিত শর্মা, গেইল, ব্র্যাভো। ছিলেন হকির তারকা শ্রীজেশ, কুস্তিগির সুশীল কুমার, গল্ফার ও মডেল শর্মিলা নিকোলেটের মতো অন্য খেলার তারকারাও। আর অবশ্যই যুবরাজের হবু গিন্নি হ্যাজেল। ডিজাইনার জুটি শান্তনু-নিখিলের সঙ্গে পোশাকের নক্সা তৈরিতে নাকি হাত আছে যুবরাজেরও। মুম্বইয়ে চোখ ধাঁধানো শো-এ হাজির ছিলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কাজল, ফারহান আখতার-সহ বলিউডের নামজাদারা।
ছবি: টুইটার