Yuvraj Singh arrange birthday party for his wife Hazel Keech dgtl
স্ত্রীর জন্মদিনের পার্টিতে চমক দিলেন যুবরাজ
র জন্মদিনের পার্টির সেই ছবি কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন যুবরাজ। তারপর থেকেই প্রচুর মানুষ লাইক করেছেন ছবিগুলিকে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৩:১৬
যুবরাজের স্ত্রীর জন্মদিনের পার্টি। ছবি যুবরাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
স্ত্রীর এ বছর জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ। হ্যাজেল কিচ যুবরাজের স্ত্রী। গতকাল ২৮ ফেব্রুয়ারি তিনি ৩২ বছরে পা রেখেছেন। এই বিশেষদিন স্মরণীয় করে রাখতে কাছের বন্ধুবান্ধবদের নিয়ে পার্টির আয়োজন করে স্ত্রীকে চমকে দিলেন যুবরাজ।
স্ত্রীর জন্মদিনের পার্টির সেই ছবি কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন যুবরাজ। তারপর থেকেই প্রচুর মানুষ লাইক করেছেন সেই ছবিতে।
সেই ছবিতে যুবরাজ ছাড়াও দেখা যাচ্ছে ভারতীয় দলের অন্য দুই প্রাক্ত ক্রিকেটারকে। স্ত্রী গীতা বাসরাকে নিয়ে এয়েছিলেন হরভজন সিংহ। বাঁ হাতি বোলার আশিস নেহরাকেও দেখা গেছে স্ত্রীর সঙ্গে। এ ছাড়াও অভিনেতা আশিস চৌধুরি ও টিভি উপস্থাপক গৌরব কপূরকেও দেখা গিয়েছে যুবরাজের আপলোড করা ছবিতে।
নিজের জন্মদিনে যুবরাজের স্ত্রী হ্যাজেলকে দেখা যাচ্ছে কালো পোশাকে। স্ত্রীর ছবি দিয়ে যুবরাজ লিখেছেন, ‘‘আমার বিশেষ বন্ধুরা হ্যাজেলের জন্মদিনকে আরও রঙিন করে তুলল। আমরা সবাই হ্যাজলকে খুব ভালবাসি।’’ হ্যাজেলও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলকে।
হ্যাজেলের জন্মদিন পালনের জন্য জন্মদিনের কিছুক্ষণ আগেই দেশে ফিরেছেন সস্ত্রীক যুবরাজ। আকাশ অম্বানী ও শ্লোকা মেহতার প্রাক-বিবাহ অনুষ্টানেও যোগ দিতে সপ্তাহের শুরুতে সুইৎজারল্যান্ডে উড়ে গিয়েছিলেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন হরভজন সিংহও।