Advertisement
০৭ মে ২০২৪
Yuvraj Singh

‘যথেষ্ট সুযোগ পেয়েছে রাহুল, রোহিতও যেন সুযোগ পায়’

নিজের টেস্ট কেরিয়ারকে বাঁচানোর জন্য বীরেন্দ্র সহবাগের মতো এ বার টেস্টেও ওপেন করতে নামবেন রোহিত।

রোহিতের পাশে যুবি।

রোহিতের পাশে যুবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩১
Share: Save:

ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মাকে ছাড়া ভারতীয় দল ভাবাই যায় না। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ‘হিটম্যান’-এর ব্যাট কথা বলেছে। কিন্তু, টেস্ট ক্রিকেটে রোহিত এখনও অপরিহার্য নন। রোহিতের পাশে দাঁড়িয়ে যুবরাজ সিংহ বলছেন, ওকে অনেক আগে থেকেই ওপেনার হিসেবে ব্যাট করতে পাঠানো উচিত ছিল।

নিজের টেস্ট কেরিয়ারকে বাঁচানোর জন্য বীরেন্দ্র সহবাগের মতো এ বার টেস্টেও ওপেন করতে নামবেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতের সঙ্গে ওপেন করার কথা ময়াঙ্ক আগরওয়ালের। দিন কয়েক আগেই ভারতের নির্বাচকপ্রধান এমএসকে প্রসাদ এমনই ইঙ্গিত দিয়েছেন। যুবরাজ সিংহ মনে করেন, এত পরেই যখন রোহিতকে টেস্টে ওপেন করতে পাঠানো হচ্ছে, তখন ‘হিটম্যান’কে অন্তত ছ’টি টেস্টে সুযোগ দেওয়া হোক। যাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পান রোহিত।

বিশ্বকাপে পাঁচ-পাঁচটা সেঞ্চুরির পরেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে বসিয়ে রাখা হয়েছিল রোহিতকে। ক্যারিবিয়ান সফরে সুযোগ পেয়ে ছ’নম্বরে হনুমা বিহারী নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুন: ‘আমাকে বাদ দেওয়ার অজুহাত খুঁজতে নেমে পড়েছিল ওরা’, বিস্ফোরক যুবরাজ

আরও পড়ুন: ১০ বছর পর প্রথম ওয়ানডে! উত্তেজনায় ফুটছে করাচি

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেশের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। প্রতিভাবান ওপেনার হিসেবে ধরা হচ্ছে ময়াঙ্ককে। তাই তিনি হয়ত আরও সুযোগ পাবেন। কিন্তু, লোকেশের উপরে আস্থা হারানোর ফলে রোহিতকে ওপেন করতে পাঠানোর কথা ভাবা হচ্ছে। এই প্রসঙ্গে যুবি বলছেন, ‘‘আমার মতে, রোহিত শর্মাকে ওর কেরিয়ারের শুরু থেকেই টেস্ট ক্রিকেটে ওপেন করতে পাঠানো উচিত ছিল। একটা ম্যাচ খেলিয়ে বাদ দেওয়ার কোনও অর্থ নেই। রান করতে ব্যর্থ হলেই বলা হবে, রোহিত তো টেস্টে রানই করতে পারে না। সেই অজুহাতে বাদ দিয়ে দেওয়া হবে। অন্তত ১০টি টেস্টে সুযোগ না দিয়ে কারও থেকে কিছু প্রত্যাশা করাই ঠিক নয়। এখন ওপেন করানোর কথা ভাবা হচ্ছে রোহিত শর্মাকে। ওকে কম করে ছ’টি টেস্টে সুযোগ দেওয়া উচিত। ১২টি ইনিংস হাতে পাবে রোহিত। তখনও যদি নিজেকে প্রমাণ করতে না পারে, তা হলে কিছু বলার নেই। কেএল রাহুল অনেক সুযোগ পেয়েছে। আমার মত হল, যাকেই সুযোগ দেওয়া হোক অন্তত ছ’টি টেস্ট ম্যাচ তাকে দেওয়া হোক।’’

যুবির কথা কি শুনছেন নির্বাচকরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Yuvraj Singh Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE