Advertisement
E-Paper

দু’শোর দিকে এগোচ্ছেন যুবরাজ

বাংলার কাছে হারার পর ফর্মে ফিরছেন যুবরাজ সিংহরা। মনন ভোরার সঙ্গে যুবরাজের ৩১৪-র অপরাজিত পার্টনারশিপ বরোদার বিরুদ্ধে তিন পয়েন্টের লড়াইয়ে রাখল পঞ্জাবকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০৩:০১

বাংলার কাছে হারার পর ফর্মে ফিরছেন যুবরাজ সিংহরা। মনন ভোরার সঙ্গে যুবরাজের ৩১৪-র অপরাজিত পার্টনারশিপ বরোদার বিরুদ্ধে তিন পয়েন্টের লড়াইয়ে রাখল পঞ্জাবকে। বরোদার ৫২৯-এর জবাবে পঞ্জাব ওপেনার ভোরার ২০১ ও যুবরাজের ১৭৯। দু’জনেই অপরাজিত। পঞ্জাব শনিবার দিনের শেষে ৪৫২-২। তিন পয়েন্টের থেকে ৭৭ রান দূরে। ফিরোজ শাহ কোটলার পাটা উইকেটে যা সহজেই উঠে আসবে হয়তো। পঞ্জাব ক্যাপ্টেন যুবরাজ মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসেই বড় রান (৭৭ ও ১৭৬) করলেও বাংলার বিরুদ্ধে কোনও ইনিংসেই বড় রান করতে পারেননি। মরসুমের চতুর্থ ঘরোয়া ম্যাচে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। যা ৭০.৭৫-এর স্ট্রাইক রেটে করেন তিনি। আর ভোরা ১৭টা চার ও দুটো ছয় মেরে ২০১ করেন ৩৫৫ বলের ইনিংসে। অন্য দিকে কটকের অদূরে টাঙ্গিতে তামিলনাড়ুর ৫৫৫-এর জবাবে মধ্যপ্রদেশ ২৬১-৭। দেবেন্দ্র বুন্দেলা (৯৩) ও শুভম শর্মার (৮৫) ১৬০ রানের পার্টনারশিপ সত্ত্বেও বিপর্যস্ত মধ্যপ্রদেশ। ফলো অন এড়ানোর জন্য যাদের এখনও ১৪৫ তুলতে হবে। তিন পয়েন্টই দেখতে পাচ্ছে তামিলনাড়ু।

মুম্বইয়ে রবিন উথাপ্পা (১২৮), করুণ নায়ারের (১৪৫) পর স্টুয়ার্ট বিনিরও (১৫৬) সেঞ্চুরি অসমের বিরুদ্ধে কর্নাটকের তিন পয়েন্ট সুরক্ষিত করল। অসমের ৩২৫-এর জবাবে তারা ৫৭০ তোলে। আগের ম্যাচে দিল্লি তাদের কাছে ইনিংসে হারার পর ওড়িশার বিরুদ্ধে ইনিংস জয়ের স্বপ্ন দেখছে। গৌতম গম্ভীরের ১৪৭ ও মিলিন্দ কুমারের ১০৬ দিল্লিকে ওড়িশার ২৩৭-এর জবাবে ৪৯৫ তুলতে সাহায্য করে। মোহালিতে ওড়িশা তৃতীয় দিনের শেষে ১০৯-৪। এখনও ১৪৯ রানে পিছিয়ে।

Yuvraj singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy