শুভেচ্ছা বার্তায় ভাসছেন যুবরাজ সিংহ। তাঁকে দলে নেওয়ায় সমালোচনা কম হয়নি। কিন্তু প্রথম দিন মাঠে নেমেই ম্যাচের সেরা তিনিই। সেই যুবরাজ সিংহকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহালি। আর তাঁর সঙ্গেই টুইটে ভরেছে যুবরাজের টুইটার হ্যান্ডল। সেই তালিকায় রয়েচেন অ্যাডাম গিলক্রিস্ট, ইশান্ত শর্মা, বরুণ ধবনের মতো নাম। ৩২ বলে তাঁর ৫৩ রানের ইনিংসই প্রমাণ করে দিয়েছে তিনি এখনও ব্যাট হাতে ততটাই বিধ্বংসী।
আরও খবর: কৌশল পাল্টে রানে ফিরলেন যুবরাজ সিংহ