হার্দিক পাণ্ড্যকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন কুলদীপ যাদব। সেই পোস্টে আবার মন্তব্য করেছিলেন যুজবেন্দ্র চহাল। আর তার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ভারতীয় লেগস্পিনার।
তাইল্যান্ডের এক ইয়টে সার্বিয়ার অভিনেত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদানের ঘোষণা করেছেন জাতীয় দলের অলরাউন্ডার। বুধবার ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করেছেন হার্দিক পান্ড্য। যাতে দেখা যাচ্ছে, নাতাসা বাঁ হাত তুলে আংটি দেখাচ্ছেন। সেই ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, “ম্যায় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্তান। এনগেজড।”
সেই পোস্টের নীচেই কুলদীপ লিখেছেন, “অজস্র অভিনন্দন।” চায়নাম্যানের লেখার নীচে চহালের গুগলি ছিল, “এ বার তোর পালা।”
নেটদুনিয়ায় যুজভেন্দ্র চহালের এই রসিকতা অবশ্য খুব একটা প্রশংসিত হচ্ছে না। কারও কারও মনে হচ্ছে, চহাল হল সেই আত্মীয়ের মতো, যিনি কি না প্রত্যেক বিয়ের অনুষ্ঠানেই কাছে এসে বলেন, এ বার তোমার পালা। কেউ কেউ আবার পাল্টা প্রশ্ন তুলেছেন, “আপনি নিজে এনগেজড তো?”
Chahal 😂 pic.twitter.com/3dhONfhzEg
— Aas ❤️ (@Aas1307) January 1, 2020
Yuzi chahal is like that relative who in every marriage comes to you and says "you're next".#HardikPandya pic.twitter.com/nbCaDqG5Zl
— Ashish Ram (@ashishram25) January 1, 2020