গত ২২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে। তারপর মধুচন্দ্রিমা যাপন করছেন যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মা।
ভারতীয় দলের ক্রিকেটার চহাল ও তাঁর কোরিয়োগ্রাফার স্ত্রী ধনশ্রী আপাতত দুবাইয়ে মধুচন্দ্রিমা করছেন। দুজনেই ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন।
চহাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলেছিলেন। চলতি টেস্ট সিরিজে দলে তিনি নেই। এই সুযোগে বিয়েটা সেরে ফেলেছেন। এখন মধুচন্দ্রিমায় গেছেন। তবে অনেকেই মনে করছেন, এই ছুটি তাঁর প্রাপ্য ছিল। কারণ দীর্ঘদিন ধরে তিনি খেলে যাচ্ছেন। এর আগে আইপিএলে খেলেছেন।
আইপিএলে চহাল ভাল বল করেন। রয়্যাল চ্যালে়ঞ্জার্স বাঙ্গালোরের হয়ে ১৫টি ম্যাচে ২১টি উইকেট নেন। আরসিবি-র সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনিই। সব মিলিয়ে আইপিএলে তিনি এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।