Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক জাহির

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এই বছরের আইপিএল। তার আগেও দল গোছানোর কাজ শেষ সব দলের। সোমবারই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক বেছে নেওয়া হল জাহির খানকে। গত বছরই দিল্লির ফ্র্যা়ঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৪টির মধ্যে খেলেছিলেন সাতটি ম্যাচ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১৯:৫১
Share: Save:

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এই বছরের আইপিএল। তার আগেও দল গোছানোর কাজ শেষ সব দলের। সোমবারই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক বেছে নেওয়া হল জাহির খানকে। গত বছরই দিল্লির ফ্র্যা়ঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৪টির মধ্যে খেলেছিলেন সাতটি ম্যাচ। সেই জাহিরের হাতেই এবার দলের গুরু দায়িত্ব। দিল্লির অধিনায়কত্বকে, ‘বড় সম্মান’ বলেই ব্যাখ্যা করেছেন জাহির।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলের এক নম্বর বোলার জাহির খান খুব কাছ থেকে দেখেছেন দাদার অধিনায়কত্ব। শিখেওছেন। হয়তো কাজেও লাগাবেন। সেটা সময়ই বলবে। তিনি বলেন, ‘‘দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পাওয়াটা সম্মানের। এরকম একটা দায়িত্ব আমাকে আবার ক্রিকেটে পুরোপুরি ফিরতে সাহায্য করবে।’’ দল নিয়েও খুশি জাহির বলেন, ‘‘জুনিয়রদের নিয়ে তৈরি দল। খুব ভাল দল হয়েছে। যারা কিন্তু চমকে দিতে পারে। এবার এটা আমাদের উপর প্রতিভাদের ব্যবহার করে তাঁদের সেরাটা বের করে আনতে হবে।’’ এই ডেয়ার ডেভিলস দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন রাহুল দ্রাবির।

আরও খবর

‘বিরাটের জন্য আমি রান নিয়েছি’ মজা করে বললেন ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zaheer Khan Delhi Daredevils IPL Captain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE