Advertisement
১২ জুলাই ২০২৪
Cricket

শুরুর ধাক্কা সামলে সেঞ্চুরি ক্রলির

এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন ২২ বছর বয়সি ক্রলি।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৬:০৬
Share: Save:

সিরিজের প্রথম দুই টেস্টে দু’দলকেই অতি সাবধানী ক্রিকেট খেলতে দেখা গিয়েছেৃিল। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে ইংল্যান্ড। নাসিম শাহ, ইয়াসির শাহদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করে দুরন্ত সেঞ্চুরি জ়্যাক ক্রলির। দিনের শেষে তিনি অপরাজিত ১৭১ রানে। ৮৭ রানে ব্যাট করছেন জস বাটলার।

এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন ২২ বছর বয়সি ক্রলি। তিনটি হাফসেঞ্চুরি থাকলেও টেস্ট সেঞ্চুরি ছিল না তাঁর। শুক্রবার সেই স্বপ্ন পূরণ হয় তরুণ ব্যাটসম্যানের।

১২৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ইয়াসির শাহের ঘূর্ণি ও নাসিম শাহের গতি চাপে ফেলে দেয় জো রুটের দলকে। চার উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩৩২। বাটলারও ছিলেন নিজের চেনা আগ্রাসী ছন্দে। ৮০ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি।

স্কোরকার্ড
ইংল্যান্ড ৩৩২-৪

পাকিস্তান

ইংল্যান্ড (প্রথম ইনিংস)
বার্নস ক শান মাসুদ বো শাহিন ৬ • ১৩
সিবলি এলবিডব্লু ইয়াসির ২২ • ৪৭
ক্রলি ব্যাটিং ১৭১ • ২৬৯
রুট ক রিজ়োয়ান বো নাসিম ২৯ • ৫১
পোপ বো ইয়াসির ৩ • ১৫
বাটলার ব্যাটিং ৮৭ • ১৪৮
অতিরিক্ত ১৪
মোট ৩৩২-৪ (৫৬)
পতন: ১,-১২ (বার্নস, ৪.৩), ২-৭৩ (সিবলি, ১৮.২), ৩-১১৪ (রুট ৩৫.২), ৪-১২৭ (পোপ, ৩৮.৬)।
বোলিং: শাহিন শাহ আফ্রিদি ১৮-২-৭১-১, মহম্মদ আব্বাস ২১-৩-৫২-০, ইয়াসির শাহ ২৮-৩-১০৭-২, নাসিম শাহ ১৭-৪-৬৬-১, ফওয়াদ আলম ৬-০-২৫-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE