Advertisement
২৬ এপ্রিল ২০২৪
লা লিগা
Sport News

জিদানের মাথাব্যথা এখন ফাইনালের প্রথম দল বাছা 

কিয়েভে লিভারপুলের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা ২৬ মে। প্রথম দলে জায়গা পাওয়ার প্রবল দাবিদার এখন গ্যারেথ বেলও। সেল্টা ভিগোর বিরুদ্ধে শনিবার রাতে জোড়া গোল করলেন তিনি।

ছন্দে: শেষ নয় ম্যাচে সাত গোল করা বেল কি থাকবেন প্রথম দলে?

ছন্দে: শেষ নয় ম্যাচে সাত গোল করা বেল কি থাকবেন প্রথম দলে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৫:১০
Share: Save:

রিয়াল মাদ্রিদ ৬ • সেল্টা ভিগো ০

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান স্বীকার করলেন, সেল্টা ভিগোর বিরুদ্ধে লা লিগায় তাঁর ক্লাবের ৬-০ জয়ের পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম এগারো বেছে নেওয়া তাঁর পক্ষে বেশ কঠিন হয়ে গেল।

কিয়েভে লিভারপুলের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা ২৬ মে। প্রথম দলে জায়গা পাওয়ার প্রবল দাবিদার এখন গ্যারেথ বেলও। সেল্টা ভিগোর বিরুদ্ধে শনিবার রাতে জোড়া গোল করলেন তিনি। ওয়েলসের মহাতারকা ফুটবলারের মতোই কম যাননি ইস্কোও। শনিবার একক দক্ষতায় তাঁর করা গোল নিয়ে উচ্ছ্বসিত সবাই। পাশাপাশি বেল-এর আবার শেষ নয় ম্যাচে গোল হয়ে
গেল সাতটি।

দলের খেলায় মুগ্ধ জিদান ম্যাচের পরে বললেন, ‘‘আমার দলের সবাই এই ম্যাচটায় এতটা তেতে থাকবে নিজেই ভাবতে পারিনি।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কোন এগারো জনকে প্রথম দলে রাখব সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল।’’

কার্যত নিয়মরক্ষার খেলা হলেও রিয়াল ম্যানেজার সেল্টা ভিগোকে হারিয়ে উঠে বলেছেন, ‘‘হতে পারে লা লিগায় এই ম্যাচটার বিরাট কিছু গুরুত্ব নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য গোটা দলের এ রকম ছন্দই আমার দরকার। তা ছাড়া আমরা সবাই পেশাদার। নিজেদের উদ্বুদ্ধ করা কঠিন এমন একটা ম্যাচে ছ’গোল করাটাও মুখের কথা নয়। সত্যিই আমি দারুণ খুশি।’’

এই মরসুমে চোটের জন্য অনেক ম্যাচে খেলতে পারেননি বেল। মাদ্রিদে একটা সময় তাঁকে ঘিরে বিক্ষোভের পরিবেশও সৃষ্টি হয়েছিল। কিন্তু হালফিলে ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে। শনিবার সান্তিয়াগো বের্নাবাউয়ে যেমন ৭১ মিনিটে জিদান তাঁকে তুলে নিলে গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে উঠে বেলকে অভিনন্দন জানান। এমনিতে এই মরসুমে ক্লাবের হয়ে তিনি গোল করেছেন ১৫টি। জিদানও বেলকে নিয়ে উচ্ছ্বসিত, ‘‘বেল প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে কতটা ভাল ফুটবলার। আজ পুরো ম্যাচে সবকিছুই একেবারে নিখুঁত করল। সবচেয়ে বড় কথা, নিজে একা গোল করার জন্য ছেলেটা উন্মুখ থাকে না। অন্যদেরও গোলের পাস বাড়াতে দারুণ দক্ষ। আমি ওর খেলায় ভীষণ সন্তুষ্ট। তবে আমার কাছে সব চেয়ে বড় ব্যাপার হল, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে পুরো দলটাই নিজেদের সেরা জায়গায় নিয়ে যেতে পেরেছে।’’

জিদান নিশ্চয়ই আরও একটা কারণে খুশি, কোনও অবস্থায় গোড়ালিতে চোট থাকা রোনাল্ডো কিয়েভে খেলতে না পারলে, তাঁর হাতে বেলের মতো বিকল্প তো তৈরিই থাকলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE