Advertisement
০২ মে ২০২৪

রোনাল্ডো রিয়ালেই থাকো, অনুরোধ গুরু জিদানের

পর্তুগিজ মহাতারকাকে রিয়ালে রাখতে এ বার আসরে জিনেদিন জিদান। স্প্যানিশ মিডিয়ার দাবি, রোনাল্ডোকে রিয়ালে রাখতে মহাতারকাকে ফোন করেন জিদান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০৪:০০
Share: Save:

কর ফাঁকি বিতর্কে জর্জরিত রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়তে বদ্ধপরিকর। ব্রিটিশ মিডিয়ার দাবি, রোনাল্ডো তাঁর এজেন্ট জর্জে মেন্ডেজ-কে জানিয়ে দিয়েছেন আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরতে চান তিনি।

পর্তুগিজ মহাতারকাকে রিয়ালে রাখতে এ বার আসরে জিনেদিন জিদান। স্প্যানিশ মিডিয়ার দাবি, রোনাল্ডোকে রিয়ালে রাখতে মহাতারকাকে ফোন করেন জিদান। সি আর সেভেনের কাছে ফরাসি ম্যানেজার পরিষ্কার করে দেন আগামী মরসুমেও তাঁকে ঘিরেই দল বানাবেন জিদান। রোনাল্ডোকে ক্লাব না ছাড়ার অনুরোধ করেন রিয়ালের ফরাসি ম্যানেজার।

তবে রোনাল্ডো আগেই রিয়ালকে জানিয়ে দিয়েছেন তাঁর করের পুরো টাকাটা ক্লাব না মেটালে তিনি থাকবেন না বের্নাবাওতে। তার ওপর রোনাল্ডোর ক্ষোভের আর এক কারণ মাদ্রিদ সমর্থকরা। মরসুমের পর মরসুম রিয়ালকে ট্রফি জেতালেও মাদ্রিদ ভক্তদের টিটকিরি শুনতে হয় রোনাল্ডোকে।

রিয়াল কর্তারা অবশ্য রোনাল্ডোর বিদায়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত। কিন্তু রোনাল্ডোকে সই করতে হলে ১৭৫ মিলিয়ন পাউন্ড দিতে হবে সেই কথা জানিয়ে দিয়েছে রিয়াল। শোনা যাচ্ছে প্রাক্তন ম্যানেজার স্যর অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রাখছেন রোনাল্ডো। ম্যান ইউনাইটেডে তিনি ফিরবেন কি না সেই ব্যাপারেই কথাবার্তা চালাচ্ছেন স্যর অ্যালেক্সের সঙ্গে।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে হেরেও হতাশ নন ভারত অধিনায়ক

রোনাল্ডোকে সই করতে দৌড়ে রয়েছে প্যারিস সঁ জরমঁও। জল্পনা মতে এ বার কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেসের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরেছেন সঁ জরমঁর কর্তারা। চেলসি মালিক রোমান আব্রামোভিচও আবার এডেন অ্যাজারকে রিয়ালে সই করার অনুমতি দিয়ে পরিবর্তে রোনাল্ডোকে নেওয়ার প্রস্তাব দিতে চলেছেন।

তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মাঝেই রবিবার কনফেডারেশনস কাপে নেমেছিলেন সি আর সেভেন। যে ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২-২ ড্র করল রোনাল্ডোর পর্তুগাল। ম্যাচে আবার ভিএআর-এর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি) সাহায্যে পর্তুগালের গোল বাতিল করা হয়। তাতেও ২-১ এগিয়ে থেকে প্রায় জেতার মুখে ছিল পর্তুগাল। ইনজুরি টাইমে মোরেনোর গোলে অবশ্য নিশ্চিত হার বাঁচাল মেক্সিকো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE