ক্রিকেটের আইন এবং আম্পায়ারের ভূমিকা নিয়ে ফের তৈরি হল বিতর্ক। রবিবার হারারেতে জিম্বাবোয়ে বনাম বাংলাদেশের ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে।
জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলরকে হিট উইকেট আউট দেওয়া নিয়ে বিতর্ক। অনেকের মতেই সেটি আউট ছিল না। টেলরের প্রতি অবিচার করা হয়েছে। ক্রিকেটের আইনের ফাঁক নিয়ে প্রশ্নও তুলে দিয়েছেন নেটাগরিকরা।
জিম্বাবোয়ের ইনিংসের ২৫তম ওভারে এই কাণ্ড ঘটে। শরিফুল ইসলামের বলে আপার কাট মারতে গিয়েছিলেন টেলর। তবে সফল হননি। পরের বলের জন্য তৈরি হচ্ছিলেন। এমন সময় টেলর ব্যাট এমন ভাবে নিচের দিকে নামান যার ফলে ব্যাটের শেষ প্রান্ত উইকেট ছুঁয়ে বেল ফেলে দেয়।