Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দ্বৈরথের আগে জিজুর মুখে কেনের প্রশংসা

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটিকে অনেকে বলছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম হ্যারি কেনের দ্বৈরথ। চলতি মরসুমে ক্লাব এবং দেশের হয়ে রোনাল্ডোর সমসংখ্যাক (৪৩) গোল করেছেন হ্যারি কেন।

গুরু: যাও ছেলেরা এগিয়ে যাও। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদের প্র্যাকটিসে এই কথাই কি বলছেন জিদান?  ছবি:গেটি ইমেজেস

গুরু: যাও ছেলেরা এগিয়ে যাও। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদের প্র্যাকটিসে এই কথাই কি বলছেন জিদান?  ছবি:গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৩:৫৩
Share: Save:

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথে নামার আগে স্বয়ং রিয়াল ‘বস্‌’-এর প্রশংসা জিতে নিলেন হ্যারি কেন। আজ, মঙ্গলবার, বের্নাবাউতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি রিয়াল এবং টটেনহ্যাম হটস্পার। তার আগে জিনেদিন জিদান বলে দিলেন, ‘‘হ্যারি কেন সব কিছুতেই ভাল। কিন্তু সব চেয়ে বড় ব্যাপার হচ্ছে, ও খুব ভাল গোল চেনে। গোল করতে পারে।’’

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটিকে অনেকে বলছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম হ্যারি কেনের দ্বৈরথ। চলতি মরসুমে ক্লাব এবং দেশের হয়ে রোনাল্ডোর সমসংখ্যাক (৪৩) গোল করেছেন হ্যারি কেন। এবং, এই গোল তিনি করেছেন রোনাল্ডোর চেয়ে কম ম্যাচ খেলে। জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, টটেনহ্যাম তারকাকে কিনতে পারে রিয়াল। তা নিয়ে জিজ্ঞেস করা হলে অবশ্য মুখ খুলতে চাননি জিদান। তাঁর জবাব, ‘‘হ্যারি কেন কোথায় খেলবে, তা আমি বলতে পারব না। এখনকার কথা বলতে পারি। কেন খুব ভাল খেলোয়াড়। সম্পূর্ণতা আছে ওর খেলায়। ও ঠিক জায়গা পেয়ে যায় এবং খুবই ক্ষিপ্র।’’

দু’টি দলই প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছনোর ব্যাপারে এগিয়ে গিয়েছে। লড়াই এখন রিয়াল এবং টটেনহ্যামের মধ্যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা নিয়ে। মঙ্গলবারের বের্নাবাউয়ের পর দু’সপ্তাহের মধ্যে ফিরতি ম্যাচ খেলতে রোনাল্ডোরা যাবেন ওয়েম্বলিতে। এর আগে টটেনহ্যাম থেকে রিয়ালে আসা গ্যারেথ বেল এই ম্যাচে নেই কাফ মাসলে চোট থাকার কারণে। এর মধ্যেই রোনাল্ডোকে নিয়ে তাঁর সতীর্থ ইস্কো বলে দিয়েছেন, এ বার ব্যালন ডি’অর সি আর সেভেন-এরই প্রাপ্য।

লিভারপুলের লক্ষ্য: মারিবোর বিরুদ্ধে স্লোভেনিয়ায় চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্যায়ে প্রথম জয়ের খোঁজে মঙ্গলবার নামছে লিভারপুল। প্রথম দু’ম্যাচে সেভিয়া আর স্পার্টাক মস্কোর বিরুদ্ধে ড্র করেছিল য়ুরগেন ক্লপের দল। তার মধ্যে আবার চোটের জন্য ফরোয়ার্ড সাদিও মানে এই ম্যাচে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE