Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports

আইএসএলে খেলতে আসছেন ইব্রাহিমোভিচ?

সুইডেনের সর্বকালের সেরা ফুটবলার তিনি। মেসি-রোনাল্ডোদের সঙ্গে তাঁকে একাসনে বসান বিশ্বের অনেক ফুটবল বিশেষজ্ঞই। এ হেন জ্লাটান ইব্রাহিমোভিচকে কি এ বার দেখা যাবে আইএসএলে? দিল্লি ডায়নামোজের ম্যানেজার কিন্তু ইব্রাকে আনার বিষয়ে বেশ আশাবাদী।

ভারতে আসছেন ইব্রা?

ভারতে আসছেন ইব্রা?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ১৩:৫৬
Share: Save:

সুইডেনের সর্বকালের সেরা ফুটবলার তিনি। মেসি-রোনাল্ডোদের সঙ্গে তাঁকে একাসনে বসান বিশ্বের অনেক ফুটবল বিশেষজ্ঞই। এ হেন জ্লাটান ইব্রাহিমোভিচকে কি এ বার দেখা যাবে আইএসএলে? দিল্লি ডায়নামোজের ম্যানেজার কিন্তু ইব্রাকে আনার বিষয়ে বেশ আশাবাদী।

লুসিও থেকে পস্তিগা, আনেলকা থেকে ফোরলান, দেল পিয়েরো থেকে ত্রেজেগুয়ে— আইএসএলের দৌলতে বহু তারকা ফুটবলারকে দেখেছে ভারতের ফুটবলপ্রেমীরা। কিন্তু এই সব তারকাই ভারতে খেলতে এসেছেন কেরিয়ারের একেবারে শেষ লগ্নে বা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর। ফলে কিছু ঝলক বাদ দিলে পারফরম্যান্সের দিক থেকে এঁরা প্রত্যেকেই টপ ফর্মে থাকা নিজেদের ছায়া হয়েই থেকেছেন। সে ক্ষেত্রে ইব্রার মতো কেরিয়ারের মাঝপথে থাকা তারকাকে পেলে উপকৃতই হবে আইএসএল।

সুইডিশ মহাতারকাকে আনতে ইতিমধ্যেই নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে দিল্লি ডায়নামোজ। দিল্লির বর্তমান ম্যানেজার জামব্রোতার বার্সেলোনায় সতীর্থ ছিলেন ইব্রা। তাঁর সঙ্গে প্রথমিক কথাবার্তা হয়েছে জানিয়ে জামব্রোতা বলেন, “ভারতে ইব্রার বিশাল সংখ্যক সমর্থক রয়েছে। আমার মনে হয় জ্লাটানও চাইছে নিজের কেরিয়ার এখানে শেষ করতে। আমি অবশ্যই দিল্লির হয়ে ওকে খেলতে অনুরোধ করব।”

ভারতীয় ফুটবলের ভূয়ষী প্রশংসা করে জামব্রোতা বলেন, “আগামী দশকে আইএসএল বিশ্বের সেরা পাঁচ লিগের অন্যতম হবে। যতই দিন যাচ্ছে ততই উন্নতি করছে ভারতীয় ফুটবল।”

আরও পড়ুন:
ঘরের তিন ম্যাচে মলিনার লক্ষ্য সাত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zlatan Ibrahimovic ISL Delhi Dynamos FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE