Advertisement
০৬ মে ২০২৪

অবনমন নিয়ে কাজিয়া চার্চিল-মহমেডানে

চ্যাম্পিয়ন ঠিক হয়ে যাওয়ার পরেও আই লিগ জমজমাট। নেপথ্যে অবনমনের সাপ-লুডো! ২০১৪-’১৫ মরসুমের আই লিগে কলকাতার মহমেডান না গত বারের চ্যাম্পিয়ন গোয়ার চার্চিল ব্রাদার্স, কে থাকবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। শুধু জল্পনা কেন, তার সঙ্গে রয়েছে কলকাতা এবং গোয়ার ক্লাবটির দুই কর্তার নাম না করে একে অপরকে শাণিত বাক্যবাণও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০৩:৩০
Share: Save:

মুম্বই এফসি-১ (সুকোরে)

মহমেডান-২ (তারো, পেন)

চ্যাম্পিয়ন ঠিক হয়ে যাওয়ার পরেও আই লিগ জমজমাট। নেপথ্যে অবনমনের সাপ-লুডো!

২০১৪-’১৫ মরসুমের আই লিগে কলকাতার মহমেডান না গত বারের চ্যাম্পিয়ন গোয়ার চার্চিল ব্রাদার্স, কে থাকবে তা নিয়েই জল্পনা তুঙ্গে। শুধু জল্পনা কেন, তার সঙ্গে রয়েছে কলকাতা এবং গোয়ার ক্লাবটির দুই কর্তার নাম না করে একে অপরকে শাণিত বাক্যবাণও।

রবিবার পুণেতে খালিদ জামিলের মুম্বই এফসি-কে ২-১ হারানোয় সঞ্জয় সেনের দল লিগ শেষ করল ২৪ পয়েন্টে। তেরো দলের লিগ তালিকায় মহমেডান এই মুহূর্তে দ্বাদশ স্থানে। সোমবার আই লিগের লাস্ট বয় চার্চিল শেষ ম্যাচ খেলবে গোয়ারই আর এক দল সালগাওকরের বিরুদ্ধে। অবনমনের আওতায় থাকা চার্চিলের ২৩ ম্যাচে সংগ্রহ ২২ পয়েন্ট। সোমবার সালগাওকরকে তারা যদি হারিয়ে দেয়, তা হলে এ দিন জিতেও নেমে যেতে হবে মহমেডানকে। চার্চিল ড্র করলে কিংবা হারলে অবশ্য আই লিগে থেকে যাবে কলকাতার সাদা-কালো ব্রিগেড। আর এখানেই বিতর্ক আই লিগের সূচিকে ঘিরে।

জাপানি তারো হাসেগাওয়া এবং নাইজিরিয়ান পেন ওরজির গোলে জিতে ফেরার পর পুণের ড্রেসিংরুম থেকেই গর্জালেন দলের সঙ্গে যাওয়া মহমেডান কর্তা ইশতিয়াক আমেদ। বললেন, “চার্চিল বনাম সালগাওকর ম্যাচ আমাদের সঙ্গে একই সময় দেওয়ার জন্য ফেডারেশনের কাছে আবেদন করেছিলাম। কিন্তু কেউ তা কানে তুলল না। সোমবারের ডেম্পো-পুণে ম্যাচের কোনও গুরুত্ব নেই। সেই ম্যাচটা তো আজ দেওয়াই যেত। আমরা না হয় ওদের জন্য নির্ধারিত সময়ে খেলতাম।” মহমেডান কর্তারা মুখে না বললেও পরোক্ষে তাঁদের ইঙ্গিত, মহমেডান ম্যাচের ফল জেনে খেলতে নেমে সুবিধা পাবে চার্চিল। যা শুনে চটেছেন চার্চিল ব্রাদার্সের শীর্ষ কর্তা চার্চিল আলেমাও। গোয়া থেকে ফোনে তাঁর পাল্টা হুঙ্কার, “ফুটবলের জন্য সারা জীবন দিয়েছি। অসৎ ভাবে আই লিগে টিকে থাকতে চাই না। মুম্বইয়ের দলটা কেন ইয়াকুবু, আলফ্রেডকে ছেড়ে দিল? সন্দেশ, প্রদীপদেরও দেখলাম না। কেন? ছেলেদের বলেছি, সততার সঙ্গে তিন পয়েন্ট নিয়ে ফিরতে হবে।”

যা শুনে মহমেডানের আর এক কর্তা কামারুদ্দিন বলছেন, “ডেম্পো ম্যাচের পয়েন্ট নিয়ে যে বিতর্ক তার জন্য পাঁচটা চিঠি দিয়েছি। একটারও জবাব পাইনি। আমরা সব সময় বঞ্চিত। দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি।” সাদা-কালো শিবির সূত্রে খবর, চার্চিল ম্যাচে বিশেষ পর্যবেক্ষক রাখার জন্য এ দিন রাতেই চিঠি পাঠাল মহমেডান।

কেন অবনমনের আওতায় থাকা দু’দলের খেলা এক সময় দেওয়া গেল না, তা জানতে চাইলে আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “সূচি আগে থেকেই ঠিক করা ছিল। পাল্টাতে গেলে ম্যাচ সম্প্রচারের সূচি, বিমানের টিকিট সব পাল্টাতে হত। আমাদের নজর থাকবে চার্চিল ম্যাচে।”

তাই রবিবার জিতেও খুব স্বস্তিতে নেই নবি, লুসিয়ানোরা। কোচ সঞ্জয় সেন বললেন, “শেষ ম্যাচ জিতে একটা হার্ডল পেরিয়ে এলাম। আজও প্রচুর গোল মিস হল। গোটা লিগে তাই হয়েছে। তার জন্যই এ বার অন্য দলের দিকে তাকিয়ে থাকা ছাড়া গতি নেই।”

মহমেডান: অশোক, নির্মল, মেহরাজ, লুসিয়ানো, নবি, রাকেশ, বসন্ত (অসীম), মণীশ, পেন, তারো (ওয়াসিম, ইসফাক), জোসিমার।

সোমবার আই লিগে

ইস্টবেঙ্গল-ইউনাইটেড স্পোর্টস (যুবভারতী, ৫-৩০), সালগাওকর-চার্চিল ব্রাদার্স (মাপুসা, ৫-৩০), স্পোর্টিং ক্লুব দ্য গোয়া-বেঙ্গালুরু এফসি (মারগাও, ৫-৩০), পুণে এফসি-ডেম্পো (পুণে, ৬-৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

i league md sporting churchil brothers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE