Advertisement
০৬ মে ২০২৪

অভিষেক ম্যাচেই বিতর্কে কোস্তা

ক্লাব প্রতিদ্বন্দ্বিতা সাময়িক মুলতুবি রেখে বুধবার রাতে দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারের মতো মহাতারকারা।

স্কোলারির সমালোচনার জবাব দিলেন কোস্তা।

স্কোলারির সমালোচনার জবাব দিলেন কোস্তা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৪ ০৮:৩৯
Share: Save:

ক্লাব প্রতিদ্বন্দ্বিতা সাময়িক মুলতুবি রেখে বুধবার রাতে দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারের মতো মহাতারকারা।

আন্তর্জাতিক ফ্রেন্ডলির ধুন্ধুুমার লড়াইয়ের রাতে সব ফুটবলপ্রেমীর চোখ থাকবে কিন্তু একটা ম্যাচেই। ইউরো ২০১২ ফাইনালের মতোই ফের আন্দ্রেস ইনিয়েস্তার স্পেনের মুখোমুখি হতে চলেছে মারিও বালোতেলির ইতালি। কিন্তু ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই বিতকের্র রেশ ফুটবলমহলে। যে বিতর্কের নাম ‘দিয়েগো কোস্তা।’

ঘটনাটা কী? গত বছর রাশিয়া ও ইতালির সঙ্গে ফ্রেন্ডলিতে ব্রাজিলের হয়ে খেলেছিলেন কোস্তা। কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে ব্রাজিলের কনফেডারেশনস কাপের দলে সুযোগ না পেয়ে হতাশ কোস্তা নিজের সিদ্ধান্ত বদলে দেন। জন্মভূমির জন্য না খেলে আটলেটিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার স্পেনের হয়ে খেলার প্রস্তাবে রাজি হন। যার পরেই ফুটবলমহলে দেখা দিয়েছে বিতর্ক। ব্রাজিলের সব দৈনিকের একটাই শিরোনাম ছিল- “কোস্তা কী করে স্পেনের হয়ে খেলতে পারল?” স্পেনের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এই প্রসঙ্গেই প্রথম মুখ খুললেন কোস্তা। বলেন, “যখন স্পেনের থেকে প্রস্তাব পেলাম তখন আমার উৎসাহ বাড়ে। ভাবলাম, স্পেনের হয়ে না খেলার কারণ নেই।” সঙ্গে কোস্তা যোগ করেন, “আমার কাছে খুব গর্বের ব্যাপার ছিল বিশ্বচ্যাম্পিয়নরা প্রস্তাব দিচ্ছে খেলার জন্য। এই দলে বিশ্বমানের প্রতিভা আছে। স্পেন আমার মূল্যটা বুঝেছে।” স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কি মুখোমুখি সব পরিষ্কার করে বলার জন্যই নিজের সিদ্ধান্ত বদলে নেন কোস্তা, সেই কথাই জানালেন আটলেটিকো স্ট্রাইকার। “ভিসেন্তে আমাকে ব্যক্তিগত ভাবে সব বলেন। তার মধ্যে থেকেই আমি আশ্বস্ত হই সত্যি কি আর মিথ্যা কী।” পাশাপাশি ব্রাজিলের হয়ে খেলার সিদ্ধান্তে ‘ইউ টার্ন’ নেওয়ার জন্য কোস্তার বিরুদ্ধে তীব্র তোপ দেগে ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি আগেই বলেছিলেন, “একজন ব্রাজিলিয়ান ফুটবলার, যে দেশের জার্সি পরে খেলতে চায় না, তাকে তো জাতীয় দলে রাখাই উচিত নয়। সবার স্বপ্ন থাকে ব্রাজিল দলের হয়ে নিজেদের দেশে বিশ্বকাপ খেলার।”

বিশ্বকাপের প্রস্তুতি

আজ মুখোমুখি

স্পেন বনাম ইতালি

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকা বনাম ব্রাজিল

পর্তুগাল বনাম ক্যামেরুন

রোমানিয়া বনাম আর্জেন্তিনা

জার্মানি বনাম চিলি

ইংল্যান্ড বনাম ডেনমার্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

costa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE