Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আনেলকাকে হঠাত্‌ পেয়ে ম্যাচের আগেই যুদ্ধ জয়ের আবহ মুম্বইয়ে

হাতে ‘স্বর্গ’ পাওয়ার মতোই ঘটনা বটে! আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে মাঠের বাইরে বড় জয় পেয়ে গেল মুম্বই সিটি এফসি! নবি-দীপকদের কোচ পিটার রিড যে ‘জয়’ পেয়ে এতটাই উচ্ছ্বসিত যে দেখে মনে হচ্ছিল উদ্বোধনী ম্যাচটা জিতেই গিয়েছেন! তাঁর হাতে যে এ বার চলে এসেছে লুই গার্সিয়াকে টক্কর দেওয়ার প্রধান অস্ত্র--নিকোলাস আনেলকা।

মুক্ত আনেলকার ফুরফুরে প্র্যাকটিস। ছবি: উত্‌পল সরকার

মুক্ত আনেলকার ফুরফুরে প্র্যাকটিস। ছবি: উত্‌পল সরকার

তানিয়া রায়
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৪ ০২:৪৪
Share: Save:

হাতে ‘স্বর্গ’ পাওয়ার মতোই ঘটনা বটে!

আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে মাঠের বাইরে বড় জয় পেয়ে গেল মুম্বই সিটি এফসি!

নবি-দীপকদের কোচ পিটার রিড যে ‘জয়’ পেয়ে এতটাই উচ্ছ্বসিত যে দেখে মনে হচ্ছিল উদ্বোধনী ম্যাচটা জিতেই গিয়েছেন!

তাঁর হাতে যে এ বার চলে এসেছে লুই গার্সিয়াকে টক্কর দেওয়ার প্রধান অস্ত্র--নিকোলাস আনেলকা।

আর্সেনাল, রিয়েল মাদ্রিদ, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, চেলসিতে খেলা ফ্রান্সের তারকা স্ট্রাইকার। যিনি মুম্বইয়ের মার্কি ফুটবলারও। উদ্বোধনী ম্যাচে তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বই সিটির ম্যানেজমেন্ট।

আনেলকার উপর এফএ-র তিন ম্যাচ নির্বাসনের শাস্তি থাকা সত্ত্বেও কী ভাবে এটা সম্ভব হল?

রণবীর কপূরের দলের পক্ষ থেকে কিছু দিন আগে একটি চিঠি পাঠিয়ে ফিফার কাছে আবেদন করা হয়েছিল, যেন আনেলকাকে আইএসএলে খেলার অনুমতি দেওয়া হয়। মুম্বই সিটির যুক্তি ছিল, আনেলকাকে এফএ নির্বাসিত করেছে, ফিফা নয়। সে জন্য ইংল্যান্ডের কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে এই নির্বাসনের শাস্তি প্রযোজ্য হতে পারে। বাকি দেশের কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে নয়। আর তা ছাড়া আইএসএল ফিফা অনুমোদিত টুর্নামেন্টও নয়। কিন্তু মুম্বই সিটির এই আবেদন শুক্রবার বাতিল করে ই-মেল পাঠিয়ে দেয় ফিফা। এই মেলের পরিবর্তে শনিবার মুম্বই সিটি পাল্টা মেল করে ফিফাকে কিছুটা ঝুঁকি নিয়েই জানায়, আইএসএলের টিমে আনেলকাকে খেলানোর ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাই তারা রবিবারের ম্যাচে তাঁকে খেলাচ্ছে। ফেডারেশনের কাছেও এই চিঠি ই-মেলের মাধ্যমে পাঠানো হয়েছে। এ দিন যুবভারতীতে মুম্বই সিটির প্র্যাকটিসে এসে ফেডারেশন সচিব কুশল দাস নিজে এ কথা স্বীকার করে নিয়ে বলেছেন, “ফিফাকে ই-মেল করে মুম্বই সিটির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আনেলকাকে ওরা খেলাচ্ছে। সেই মেল ফেডারেশনকেও ফরোয়ার্ড করা হয়েছে।”

গত মরসুমে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে গোল করে নাত্‌সি স্যালুট দিয়ে সেলিব্রেশন করেছিলেন আনেলকা। সে জন্য তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন ওয়েস্ট ব্রমের স্ট্রাইকার। তাঁকে জরিমানা এবং নির্বাসিত করে এফএ। পরে পাঁচ ম্যাচের নির্বাসন কমিয়ে তিন ম্যাচ করা হয়। যার ফলে ধরে নেওয়া হয়েছিল, আইএসএলের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না মুম্বইয়ের আইকন ফুটবলার। স্বভাবতই কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিলেন পিটার রিড। সুব্রত-লালরিন্দিকাদের প্রথম ম্যাচই আবার অ্যাওয়ে। সে জন্য আনেলকাকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন মুম্বই ফ্র্যাঞ্চাইজি দলের কর্তারা। যার নিট ফল, রবিবাসরীয় যুবভারতী সাক্ষী থাকতে চলেছে গার্সিয়া বনাম আনেলকার লড়াইয়ের।

আনেলকার খেলার খবরে উচ্ছ্বসিত তাঁর সতীর্থরাও। দলের অধিনায়ক রহিম নবি যেমন বললেন, “আনেলকা খেললে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আটলেটিকো এ বার আমাদের নিয়ে ভাবুক।” দীপক মণ্ডলের গলাতেও একই সুর যেন ভাঙা রেকর্ডের মতোই বাজল। “আনেলকার দলে ফেরায় আমাদের শক্তি অনেক বেড়ে গেল।”

তবে আনেলকার খেলার বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেলেও, এখনও অনিশ্চিত আর এক তারকা ফ্রেডরিক লিউনবার্গ। এ দিন পিটার রিড সাংবাদিক সম্মেলনে এসে বলেও দিলেন, “লিউনবার্গের কাফ মাসলের ব্যাথা এখনও রয়েছে। সে জন্য এই কৃত্রিম ঘাসের মাঠে আমি ঝুঁকি নিতে চাইছি না। চোটের পাশাপাশি আবার ওর সর্দিও হয়েছে।” তবে মুম্বই শিবির সূত্রের খবর, প্রয়োজন পড়লে সুইডিশ মিডিওকেও নামিয়ে দেওয়া হতে পারে। এ দিন রাতে অবশ্য লিউনবার্গ দলের সঙ্গে যুবভারতীতে এলেও প্র্যাকটিস করেননি। মাঠের বাইরে দাঁড়িয়ে আনেলকাদের প্র্যাকটিস দেখছিলেন।

মুম্বই সিটির প্র্যাকটিসে দেখা গেল, পিটার রিড কখনও আনেলাকাকে সিঙ্গল স্ট্রাইকারে রেখে, তাঁর ঠিক পিছন থেকে মেসির দেশ থেকে আসা দিয়েগো নাদায়াকে খেলাচ্ছেন। আবার কখনও নাদায়াকে উপরে তুলে আনেলকাকে একটু পিছন থেকে খেলাচ্ছেন। ভারতীয়দের মধ্যে সম্ভবত দুই হাফে খেলবেন নবি এবং লালরিন্দিকা। সাইড ব্যাকেও দুই ভারতীয়-- দীপক এবং রাজু। আসলে দুই প্রান্তে দুই ভারতীয় সাইড ব্যাক আর মিডিও রেখে উইং দিয়ে আক্রমণ তুলতে চাইছেন রিড। প্র্যাকটিস দেখে মনে হল, সুব্রত পালেরই গোলে খেলার সম্ভাবনা বেশি।

রক্ষণ গুছিয়ে ব্রিটিশ কোচের আক্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেই মনে হল। তবে তিন পয়েন্ট ছাড়া দ্বিতীয় কোনও ভাবনা নেই মুম্বই শিবিরে। তার উপর আনেলকা দলে ফেরায় পুরো দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

কলকাতায় খেলা মুম্বই টিমের ফুটবলাররা অবশ্য মনে করছেন, যুবভারতীতে লুই গার্সিয়াদের পাশাপাশি অন্যতম বড় প্রতিপক্ষ হবে, কলকাতার সমর্থক। আটলেটিকোর জন্য যাঁরা গলা ফাটাবেন। সেই প্রতিকূল শব্দব্রহ্মের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই মুম্বইয়ের ফুটবলাররা শনিবার সারাদিন হোটেলে কাটিয়েছেন। মোটিভেশন আর সঙ্কল্পে স্থির হওয়ার জন্য। দেখার, আনেলকার যোগদানের পর মুম্বইয়ের শক্তি হুদহুদে পরিণত হয় কি না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isl mumbai taniya roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE