Advertisement
২৭ এপ্রিল ২০২৪
ব্রাজিল বিশ্বকাপের মহড়া

ওজিলকে বিদ্রুপ দাপট বেঞ্জিমার

চিলিকে হারিয়েও সমর্থকদের টিটকিরি শুনতে হল মেসুট ওজিলকে! আর্সেনাল মিডফিল্ডারের পাস থেকে ১৬ মিনিটে মারিও গোটজের গোলেই বুধবারের আন্তর্জাতিক ফ্রেন্ডলি জেতে জার্মানি। তবু সমর্থকরা টিমের খেলায় একেবারেই খুশি নন। যেটা স্পষ্ট বোঝা যায় ৮৯ মিনিটে ওজিলকে তুলে নেওয়ার সময় সমর্থকদের তীব্র বিদ্রুপে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৪ ০৮:৫২
Share: Save:

চিলিকে হারিয়েও সমর্থকদের টিটকিরি শুনতে হল মেসুট ওজিলকে!

আর্সেনাল মিডফিল্ডারের পাস থেকে ১৬ মিনিটে মারিও গোটজের গোলেই বুধবারের আন্তর্জাতিক ফ্রেন্ডলি জেতে জার্মানি। তবু সমর্থকরা টিমের খেলায় একেবারেই খুশি নন। যেটা স্পষ্ট বোঝা যায় ৮৯ মিনিটে ওজিলকে তুলে নেওয়ার সময় সমর্থকদের তীব্র বিদ্রুপে। আর্সেনাল তারকা ইদানীং একেবারেই ফর্মে নেই। চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পেনাল্টি ফস্কেছেন। যার পর সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বিশ্রামে রাখতে বাধ্য হয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। কিছু দিন আগেই আবার জার্মান মিডিয়া ওজিলকে আদৌ জাতীয় টিমের ‘প্লেমেকারের’ মতো মহাগুরুত্বপূর্ণ জায়গা দেওয়া যায় কি না প্রশ্ন তুলেছে!

তবে জার্মানির ক্যাপ্টেন লাম আর ম্যানেজার ওলিভার বিয়েরহফ যদিও ওজিলের পাশেই আছেন। বিয়েরহফ বলেন, “কেন হুইসল মারা হচ্ছিল জানি না। এর জন্য মেসুটের মতো প্লেয়ারকে বেছে নেওয়া হল তাঁর জন্য লজ্জিত।” ক্যাপ্টেন লাম এ সব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। তিনি বলেন, “ভাগ্য ভাল জিতেছি। বুঝতে পারছি কেন দর্শকরা ওরকম আচরণ করছিলেন। দর্শকদের প্রত্যাশা তো থাকবেই। বিশ্বকাপের আগে আমাদের প্রচুর খাটতে হবে। অবশ্য বিশ্বকাপে বরাবর খুব ভাল প্রস্তুতি নিয়েই নামি আমরা। তাই খুব একটা চিন্তায় নেই।”

স্টুটগার্টে ওজিলদের বিদ্রুপের পাশাপাশি প্যারিসে করিম বেঞ্জিমার দুরন্ত ফর্ম দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দর্শকরা। মাতুইদির পাস থেকে প্রথমার্ধের মাঝামাঝি গোল করার পাশাপাশি সেই মাতুইদিকেই বিরতির কিছুক্ষণ আগে গোল করার বল সাজিয়ে দেন বেঞ্জিমা। নেদারল্যান্ডসকে যে জোড়া বিস্ফোরণে ২-০ হারায় ফ্রান্স। ১৩ ম্যাচে ১১ গোল করা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের এই আগুনে ফর্মের কোনও জবাবই দিতে পারেননি রবিন ফান পার্সিরা। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁতো এতটাই মুগ্ধ যে বলে দেন, “রিয়ালের মতোই ফর্ম দেখাল। প্রায় নিখুঁত খেলল। আত্মবিশ্বাসের চমক বেঞ্জিমার চোখেমুখে ফুটে উঠছে।”

উল্টো চিত্র আবার ইংল্যান্ড আর ডেনমার্ক ম্যাচে। ওয়েম্বলিতে ম্যাচের শেষ দিকে ড্যানিয়েল স্টারিজের গোলে জয় পেলেও ডেনমার্ক কোচ মর্টেন ওলসেনের কটাক্ষ শুনতে হল রয় হজসনদের। ওলসেন ম্যাচের পর বলেন, “বিশ্বকাপে ইংল্যান্ডকে ‘গুড লাক’। ওদের এটার প্রয়োজন পড়বে। অনেক তরুণ প্লেয়ার রয়েছে এই টিমে। গতিও ভাল। কিন্তু বিশ্বকাপের জন্য এটাই যথেষ্ট কি?” ইংল্যান্ডের কোচ হজসন যদিও বলছেন, “এই টিমের অর্ধেকের বেশি প্লেয়ারের বয়স ২৩ বছরের কম। আর ওরা খুব ভাল খেলছে।” ওয়েন রুনিদের ম্যাচ জেতার পার্টি নষ্ট করে দেওয়ার জন্য ওলসেনের বোমা তো ছিলই সঙ্গে আবার যোগ হল চোটের জন্য ছ’সপ্তাহ জ্যাক উইলশেয়ারের মাঠের বাইরে চলে যাওয়া। ম্যাচের ১৩ মিনিটেই ড্যানিয়েল অ্যাগারের কড়া ট্যাকল থেকে চোট পান উইলশেয়ার।

এ সবের মধ্যে দেল বক্সি বোধহয় একমাত্র কোচ যিনি একটু হলেও তাঁর বিখ্যাত ‘হাসি’র ঝলক দেখাতে পারেন ইতালির বিরুদ্ধে স্পেন ১-০ জেতার পর। অভিষেক ম্যাচে দিয়েগো কোস্তা কোনও গোল না পেলেও গত বারের চ্যাম্পিয়নরা আগাগোড়া দাপট বজায় রেখেছিল। ডিফেন্সে ‘পায়ের জঙ্গল’ করেও রুখতে পারেননি সিজার প্রান্দেলি। উল্টে দ্বিতীয়ার্ধে পেদ্রোর গোল ছাড়া যে আরও বড় ব্যবধানে হারতে হয়নি তাতেই বোধহয় খুশি ‘আজুরি’।

বুধবারের ফ্রেন্ডলি

ব্রাজিল ৫ দঃ আফ্রিকা ০

আর্জেন্তিনা ০ রোমানিয়া ০

পর্তুগাল ৫ ক্যামেরুন ১

স্পেন ১ ইতালি ০

জার্মানি ১ চিলি ০

ইংল্যান্ড ১ ডেনমার্ক ০

ফ্রান্স ২ নেদারল্যান্ডস ০

উরুগুয়ে ১ অস্ট্রিয়া ১

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mesut ozil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE