Advertisement
E-Paper

চাই আর ৬২ রান, হাতে শুধু মঙ্গলবারের ম্যাচ, তা হলেই শুভমনকে টপকে যাবেন স্মৃতি

মঙ্গলবার সিরিজ়ের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারতের মহিলা দল। শ্রীলঙ্কাকে চুনকাম করা লক্ষ্য। সেই সঙ্গে স্মৃতির লক্ষ্য শুভমনকে ছাপিয়ে যাওয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২৭
Shubman Gill and Smriti Mandhana

শুভমন গিল (বাঁ দিকে) ও স্মৃতি মন্ধানা (ডান দিকে)। —ফাইল চিত্র

মঙ্গলবার দরকার আর ৬২ রান। তা হলেই নতুন নজির গড়বেন স্মৃতি মন্ধানা। কোনও মহিলা ক্রিকেটারকে নয়, স্মৃতি ছাপিয়ে যাবেন শুভমন গিলকে।

২০২৫ সালে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১,৭০৩ রান করেছেন এই ভারতীয় ওপেনার। এটি এক বছরে কোনও মহিলা ক্রিকেটারের সর্বোচ্চ রানের নজির। আর ৬২ রান করলে এই বছর পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন স্মৃতি। ১,৭৬৪ রান করে শীর্ষে রয়েছেন শুভমন।

মঙ্গলবার সিরিজ়ের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারতের মহিলা দল। হরমনপ্রীত কৌরেরা ইতিমধ্যেই সিরিজ়ে ৪-০ ফলে এগিয়ে রয়েছেন। এ বার শ্রীলঙ্কাকে চুনকাম করা লক্ষ্য। সেই সঙ্গে স্মৃতির লক্ষ্য শুভমনকে ছাপিয়ে যাওয়া।

এই বছর স্মৃতি ২৩টি এক দিনের ম্যাচে ১,৩৬২ রান করেছেন। গড় ৬১.৯০। টি-টোয়েন্টি ক্রিকেটে ৯টি ম্যাচে ৩৪১ রান করেছেন। অন্য দিকে শুভমন এই বছর ৯টি টেস্টে ৯৮৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ১১টি ম্যাচে ৪৯০ রান করেছেন। ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে শুভমনের রান ২৯১।

সম্প্রতি স্মৃতি দ্বিতীয় ভারতীয় এবং সব মিলিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেছেন। মিতালি রাজ, সুজি বেটস এবং শার্লট এডওয়ার্ডসের এই কৃতিত্ব আছে।

টেস্ট ক্রিকেটে স্মৃতি সাত ম্যাচ এবং ১২ ইনিংসে ৫৭.১৮ গড়ে ৬২৯ রান করেছেন। রয়েছে দু’টি শতরান এবং তিনটি অর্ধশতরান। এক দিনের ক্রিকেটে ১১৭ ম্যাচে ৪৮.৩৮ গড়ে ৫,৩২২ রান রয়েছে স্মৃতির। তারর মধ্যে ১৪টি শতরান এবং ৩৪টি অর্ধশতরান রয়েছে। টি-টোয়েন্টিতে ১৫৭ ম্যাচে ২৯.৯৪ গড়ে ৪,১০২ রান রয়েছে, স্ট্রাইক রেট ১২৪.২২। রয়েছে একটি শতরান এবং ৩২টি অর্ধশতরান।

India vs Sri Lanka Shubman Gill Smriti Mandhana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy