Advertisement
E-Paper

কেউ কেউ খুব বোকা বোকা কথা বলছে: স্কোলারি

তখনও তাঁরা জানতেন না, শেষ ষোলোয় একে অন্যের বিরুদ্ধে খেলতে হবে কি না। গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামার আগে কিন্তু লেগে গেল বিশ্ব ফুটবলের দুই সেরা কোচের মধ্যে। যুযুধান দুই প্রতিপক্ষ-- লুই ফিলিপ স্কোলারি এবং লুই ফান গল। দুই লুইয়ের বাগযুদ্ধ নিয়ে ব্রাজিল বা নেদারল্যান্ডস ম্যাচের আগেই পারদ চড়ে গেল বিশ্বকাপের। রবিবার রাতেই ফিফার বিরুদ্ধে ফান গল সরাসরি অভিযোগ আনেন যে ব্রাজিলের সুবিধার জন্যই নেদারল্যান্ডস-চিলি ম্যাচ এগিয়ে আনা হয়েছে। যাতে এই ম্যাচের ফল দেখে নিজের স্ট্র্যাটেজি ঠিক করে নিতে পারেন স্কোলারি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ০৫:৫০

তখনও তাঁরা জানতেন না, শেষ ষোলোয় একে অন্যের বিরুদ্ধে খেলতে হবে কি না। গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামার আগে কিন্তু লেগে গেল বিশ্ব ফুটবলের দুই সেরা কোচের মধ্যে।

যুযুধান দুই প্রতিপক্ষ-- লুই ফিলিপ স্কোলারি এবং লুই ফান গল। দুই লুইয়ের বাগযুদ্ধ নিয়ে ব্রাজিল বা নেদারল্যান্ডস ম্যাচের আগেই পারদ চড়ে গেল বিশ্বকাপের।

রবিবার রাতেই ফিফার বিরুদ্ধে ফান গল সরাসরি অভিযোগ আনেন যে ব্রাজিলের সুবিধার জন্যই নেদারল্যান্ডস-চিলি ম্যাচ এগিয়ে আনা হয়েছে। যাতে এই ম্যাচের ফল দেখে নিজের স্ট্র্যাটেজি ঠিক করে নিতে পারেন স্কোলারি। শেষ ষোলোয় কাদের বিরুদ্ধে খেলবেন, সেটা ছকে নিয়েই গ্রুপের শেষ ম্যাচে নামতে পারবে ব্রাজিল।

“ফিফা সব সময় বিজ্ঞাপন দেয় ফেয়ার প্লে-র। কিন্তু এগুলো ফেয়ার প্লে নয়। ব্রাজিল তো নিজের কর্তব্য পালন করবে ম্যাচটা খেলে। কিন্তু ফিফা কী করে ম্যাচের সূচি নিয়ে এ রকম করতে পারল।” শুধু সেপ ব্লাটারের বিরুদ্ধেই নয়। ফান গলের তোপের মুখে পড়েছিল গোটা ব্রাজিল দলও। দুটো ম্যাচে আট গোল করা ফান পার্সি-রবেনদের ভয় পাচ্ছে স্কোলারির তরুণ ব্রিুগেড, সেই কথাই সাফ বলে দিচ্ছেন ফান গল। বলেন, “আমার মনে হয় ব্রাজিল আমাদের সঙ্গে খেলতে চায় না। আমরা দুটো ম্যাচে অনেক গোল করেছি। যার মধ্যে দুর্দান্ত কয়েকটা গোলও আছে। কিন্তু ফিফার সৌজন্যে ব্রাজিল এখন নিজেদের প্রতিপক্ষ বাছতে পারবে।”

ফান গলের এই মন্তব্যের পর আবার পাল্টা বিস্ফোরণ ঘটালেন ব্রাজিল কোচ স্কোলারি। ফান গলকে সরাসরি ‘বোকা’ বলে দিলেন ‘বিগ ফিল’। বললেন, “মাঝে মাঝে কয়েক জন এমন মন্তব্য করে যা খুব বোকা বোকা। একজন বলেছে শুনলাম শেষ ষোলোর প্রতিপক্ষ নাকি নিজেদের পছন্দ মতো বেছে নেবে ব্রাজিল। এ রকম কথা বলা মানে ক্যামেরুনকে অপমান করা। আমি প্রতিপক্ষ ঠিক করার জন্য ম্যাচ খেলতে নামব না। জেতার জন্যই ম্যাচটা খেলব।” তিন পয়েন্ট না পেলে শেষ ষোলোয় পৌছানো কঠিন হতে পারে নেইমারদের, সেই কথা অবশ্য স্বীকার করলেন দলের কোচ। “তিন পয়েন্ট না পেলে সমস্যা হতে পারে। তাই প্রতিপক্ষ বাঁছার আগে ম্যাচটা জিততে হবে,” বলেন স্কোলারি।

মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করার পরে প্রশ্ন ওঠে, গ্রুপের শেষ ম্যাচের আগে হয়তো প্রথম দলে নতুন মুখ দেখা যাবে। কিন্তু বিতর্ক উড়িয়ে স্কোলারি ম্যাচের আগে জানিয়ে দিয়েছেন, ব্রাজিল দল কোনও মতেই বদলাচ্ছেন না তিনি। “মেক্সিকোর বিরুদ্ধে যারা নেমেছিল তারাই ক্যামেরুনের সঙ্গে খেলবে। আমার পুরো ভরসা আছে প্রথম দলে। ওরা ঠিক জয় ছিনিয়ে আনবে।”

বিতর্কের রেশে শুধু স্কোলারিই জর্জরিত ছিলেন না। রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মেক্সিকোর বিরুদ্ধে নিশ্চিত পেনাল্টি না দেওয়ার অভিযোগ তুললেন দলের অধিনায়ক থিয়াগো সিলভা। বলেন, “প্রথম ম্যাচের পরেই সবার আগে আমায় জিজ্ঞেস করা হয়, রেফারি কেন ওই পেনাল্টিটা দিলেন? মেক্সিকো ম্যাচের পরে সেই একই প্রশ্নটা অনেক পরে করা হল। যদিও মার্সেলোকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় আমার চোখের সামনে।” ফ্রেড প্রসঙ্গে আবার সিলভা যোগ করেন, “গোল করতে না পারলেও ফ্রেড দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।”

fifaworldcup fifa world cup lui phillip scolari lui fan gul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy