Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কাতার বিশ্বকাপ নিয়ে এ বার বিতর্ক ইপিএলে

যত ঝামেলা কাতার নিয়ে। প্রথমে ছিল বিশ্বকাপের বিড নিয়ে ঝামেলা। এ বার প্রাথমিক সূচি নিয়েও তৈরি হল আর এক বিতর্ক। কাতারে প্রচণ্ড গরমের জন্য জুন মাস থেকে বিশ্বকাপ সরিয়ে আনার কথা জানায় ফিফা। যে ব্যাপারে কর্তাদের বৈঠকে প্রাথমিক সূচি হিসাবে ঠিক করা হয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ শুরু হবে ২৬ নভেম্বর। ফাইনাল ম্যাচ করা হবে ২৩ ডিসেম্বর। অর্থাৎ বড়দিনের দু’দিন আগে।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি সারছেন লিওনেল মেসি। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি সারছেন লিওনেল মেসি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৩
Share: Save:

যত ঝামেলা কাতার নিয়ে। প্রথমে ছিল বিশ্বকাপের বিড নিয়ে ঝামেলা। এ বার প্রাথমিক সূচি নিয়েও তৈরি হল আর এক বিতর্ক।

কাতারে প্রচণ্ড গরমের জন্য জুন মাস থেকে বিশ্বকাপ সরিয়ে আনার কথা জানায় ফিফা। যে ব্যাপারে কর্তাদের বৈঠকে প্রাথমিক সূচি হিসাবে ঠিক করা হয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ শুরু হবে ২৬ নভেম্বর। ফাইনাল ম্যাচ করা হবে ২৩ ডিসেম্বর। অর্থাৎ বড়দিনের দু’দিন আগে। আর তাতেই চটেছে এফএ কর্তারা। বিশ্বের প্রতিটা নামী ঘরোয়া লিগ শীতের ছুটিতে তখন বন্ধ থাকলেও, ইংলিশ প্রিমিয়ার লিগ চলতে থাকে। এমনকী প্রতি বছরই বড়দিনের ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই বক্সিং ডে ম্যাচগুলোও খেলা হয়। কিন্তু বিশ্বকাপের সূচি চূড়ান্ত হলে হয়তো ডিসেম্বরে আর কোনও প্রিমিয়ার লিগ ম্যাচই হবে না। বাণিজ্যিক ক্ষেত্রেও প্রচুর আর্থিক ক্ষতি হবে এফএর। টিআরপিও হারাবে প্রিমিয়ার লিগ।

ইপিএল সিইও রিচার্ড স্কুডামোরও দোহায় এই বৈঠকের অংশ ছিলেন। বৈঠক শেষে ফিফার বিরুদ্ধে তোপ দেগে রিচার্ড বলেন, “খুবই খারাপ হবে যদি ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনাল হয়। প্রিমিয়ার লিগের রীতি আছে যে, শীতের মধ্যেও খেলা থামে না।”

ক্রিশ্চিয়ানো জুনিয়র ও পোষ্যের সঙ্গে ফুটবলে মজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

অবাক করেই সিআর সেভেনকে ২-০ হারিয়ে দেয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। ছবি: ফেসবুক।

ফিফার সঙ্গে উয়েফাকেও একহাত নিয়ে রিচার্ড বলেন, “উয়েফাও এই ব্যাপারে কোনও প্রতিবাদ করল না। ওরা পারলে বলতেই পারত। কিন্তু ওদের কী। চ্যাম্পিয়ন্স লিগের উপর তো কোনও প্রভাব পড়বে না।” বায়ার্ন মিউনিখের অন্যতম কর্তা কার্ল হেইঞ্জ রুমেনিগেও বাকি ইউরোপীয় লিগের কর্তাদের প্রস্তাব দিয়েছেন ফিফার থেকে ক্ষতিপূরণ চাওয়ার। কারণ নভেম্বর থেকে ঘরোয়া লিগ বন্ধ থাকলে আর্থিক ভাবে অনেক ক্ষতি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE