Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কাপ-কথা

ভিয়েনায় ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্র্যাক্টিসে মাঝে মাঝেই হানা দিচ্ছিল সে। হাতে একটা নোটবুক। কি যেন নোটও নিচ্ছে। প্রথমে ব্যাপারটা খুব একটা আমল দেয়নি কেউই। ক্রোয়েশিয়ার এক সাংবাদিক হোটেলের ঝুল বারান্দা থেকে ফের সেই ব্যক্তিকে হানা দিতে দেখে ব্যপারটা আন্দাজ করেন। পরে তিনিই ফাঁস করেন ঘটনাটা।

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০৩:১৮
Share: Save:

জার্মান গুপ্তচর

ভিয়েনায় ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্র্যাক্টিসে মাঝে মাঝেই হানা দিচ্ছিল সে। হাতে একটা নোটবুক। কি যেন নোটও নিচ্ছে। প্রথমে ব্যাপারটা খুব একটা আমল দেয়নি কেউই। ক্রোয়েশিয়ার এক সাংবাদিক হোটেলের ঝুল বারান্দা থেকে ফের সেই ব্যক্তিকে হানা দিতে দেখে ব্যপারটা আন্দাজ করেন। পরে তিনিই ফাঁস করেন ঘটনাটা। সেই ব্যক্তি নাকি জার্মান গুপ্তচর। কিন্তু ক্রোয়েশিয়ার উপর জার্মান গুপ্তচর নজর রাখবে কেন? ক্রোয়েশিয়া তো জার্মানির গ্রুপ পর্যায়ে প্রতিপক্ষও নয়? সেটা অবশ্য পরিষ্কার করেননি সেই ক্রোয়েশিয়ার সাংবাদিক। তবে সেই ব্যক্তিকে আর ক্রোয়েশিয়া টিমের প্র্যাকটিসের আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি। কার মনে কি মতলব কে বলতে পারে!

তরতাজা তোরেস

চেলসির হয়ে সে রকম একটা মাঠে নামতে দেখা যায়নি চলতি মরসুমে ফের্নান্দো তোরেসকে। তবে হোসে মোরিনহো তাঁকে সুযোগ না দিলেও স্পেনের প্রাথমিক দলে ভিসেন্তে দেল বস্কি রেখেছেন তোরেসকে। কিন্তু চূড়ান্ত দলে কী জায়গা পাবেন? তোরেসের আশা স্পেনের চূড়ান্ত দলে জায়গা পাবেন। কিন্তু তাঁর নিয়মিত মাঠে না নামার ব্যপারটা আবার সমস্যা হয়ে দাঁড়াবে না তো? তোরেসের দাবি চলতি মরসুমে মাঠে কম নামার জন্য অনেক তরতাজা থাকতে পারবেন ব্রাজিলে। দেল বক্সিও সেটা মাথায় রেখেই চূড়ান্ত দলে মাদ্রিদের স্ট্রাইকারকে রাখেন কি না সেটাই দেখার।

জার্মান গুপ্তচর

ভিয়েনায় ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্র্যাকটিসে মাঝে মাঝেই নোটবুক-সহ হানা দিচ্ছিল সে। প্রথমে ব্যাপারটা খুব একটা আমল দেয়নি কেউই। ক্রোয়েশিয়ার এক সাংবাদিক জানিয়েছেন ওই আগন্তুক নাকি জার্মান গুপ্তচর। কিন্তু ক্রোয়েশিয়ার উপর জার্মান গুপ্তচর নজর রাখবে কেন? ক্রোয়েশিয়া তো জার্মানির গ্রুপ পর্যায়ে প্রতিপক্ষও নয়? সেটা অবশ্য পরিষ্কার করেননি সেই সাংবাদিক। তবে সেই ব্যক্তিকে আর ক্রোয়েশিয়া টিমের প্র্যাকটিসে ঘেঁষতে দেওয়া হয়নি।

জার্মানির বিশ্বকাপ দল এখন উত্তর ইতালির একটি শহরে অনুশীলন করছে। সেখানে এক সাংবাদিক সম্মেলনের পর
তাঁকে নিয়ে আঁকা কার্টুনে অটোগ্রাফ দিচ্ছেন জার্মান কোচ জোয়াকিম লো। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup belgium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE