Advertisement
E-Paper

কলম্বিয়া ভাল হবে ব্রাজিলের জন্য কিন্তু তার পর জানি না

বক্তার নাম ক্লদিও ইব্রাহিম ভাজ লাল। ফুটবলবিশ্ব চেনে ব্র্যাঙ্কো নামেই। ভাঙা ভাঙা বললেও ইংরেজি বলতে পারেন। শনিবার চিলি ম্যাচের আগে তাঁর সঙ্গে এক-আধ মিনিট কথা হয়েছিল। মূল সাক্ষাৎকারটা নেওয়া খেলার শেষে যখন টিভি ভাষ্য ছেড়ে একা বেরিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু মুখচোখের এমনই কম্পিত অবস্থা ঠিক ইন্টারভিউ দেওয়ার মতো মনে হচ্ছিল না। তাঁর পিছন পিছন কার পার্ক অবধি হাঁটতে হাঁটতে ইন্টারভিউটা নিতে হল...

গৌতম ভট্টাচার্য

শেষ আপডেট: ৩০ জুন ২০১৪ ০৪:১১

বক্তার নাম ক্লদিও ইব্রাহিম ভাজ লাল। ফুটবলবিশ্ব চেনে ব্র্যাঙ্কো নামেই। ভাঙা ভাঙা বললেও ইংরেজি বলতে পারেন। শনিবার চিলি ম্যাচের আগে তাঁর সঙ্গে এক-আধ মিনিট কথা হয়েছিল। মূল সাক্ষাৎকারটা নেওয়া খেলার শেষে যখন টিভি ভাষ্য ছেড়ে একা বেরিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু মুখচোখের এমনই কম্পিত অবস্থা ঠিক ইন্টারভিউ দেওয়ার মতো মনে হচ্ছিল না। তাঁর পিছন পিছন কার পার্ক অবধি হাঁটতে হাঁটতে ইন্টারভিউটা নিতে হল...

দুপুরে ম্যাচ শুরুর আগে

প্রশ্ন: কলকাতার কথা মনে পড়ে? একটা টিভি চ্যানেলের হয়ে ক’দিন তো কোচিং করিয়েছিলেন ওখানে?
ব্র্যাঙ্কো: হ্যাঁ করিয়েছিলাম। কলকাতা খুব ভাল অভিজ্ঞতা। কিন্তু তার পর যোগাযোগ নেই।


প্র: সব বিশেষজ্ঞকেই একটা প্রশ্ন করা হচ্ছে— সুয়ারেজের শাস্তি। আপনি কী বলেন?
ব্র্যাঙ্কো: বাড়াবাড়ি হয়েছে।

প্র: ব্রাজিলের সম্ভাবনা কী দেখছেন?
ব্র্যাঙ্কো: ফাইনাল হবে ব্রাজিল-আর্জেন্তিনা।

প্র: তাই?
ব্র্যাঙ্কো: একদম তাই।

বিকেলে টিভি স্টুডিও থেকে একা বেরোবার সময়

প্র: ব্রাজিল?
ব্র্যাঙ্কো: কোনও উত্তর নেই।

প্র: বলছি ব্রাজিলের সম্ভাবনা?
ব্র্যাঙ্কো: উফ যা গেল! আর সম্ভাবনা!

প্র: দুপুরে তো আপনি বলে গেলেন ব্রাজিল ফাইনাল খেলবে?
ব্র্যাঙ্কো: আজকের ম্যাচটা দেখার পর আর বলছি না।

প্র: তা হলে?
ব্র্যাঙ্কো: সেমিফাইনালে যাবে। আমার মনে হয় কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচে কলম্বিয়া জিতবে। (তখন মারাকানার খেলা শুরু হব হব)। কলম্বিয়া সামনে পড়লে আজকের অবস্থা হবে না।


ফ্রেড (বাঁ দিকে) বিশ্বকাপ দলে থাকুন চান না ব্র্যাঙ্কো।

প্র: কেন বলছেন?
ব্র্যাঙ্কো: চিলি ভয়ঙ্কর টাইট ম্যাচ খেলেছে। ওরা যে পর্যায়ে ব্রাজিলকে রুখেছে ভাবাই যায় না। কিন্তু কলম্বিয়া অনেক ওপেন খেলে। ওরা এই টাইটনেস দেখাতে পারবে না। বিপক্ষ ওপেন খেললে ব্রাজিলের সুবিধে হবে।

প্র: সেমিফাইনাল?
ব্র্যাঙ্কো: আর কিছু বলতে পারছি না। যা হওয়ার হবে।

প্র: আপনি খেলতেন লেফট ব্যাকে। সেই জায়গাটা দিয়েই আজকের গোলটা হল। সমস্যা কি ব্রাজিল ডিফেন্সে?
ব্র্যাঙ্কো: না, সমস্যা ডিফেন্স নয়। দাভিদ লুইজ আর থিয়াগো সিলভা দারুণ। প্রবলেমটা আমাদের ফরোয়ার্ড লাইন। গোল করার লোক একা নেইমার।

প্র: নেইমার আপনাদের চুরানব্বইয়ের বিশ্বকাপজয়ী টিমে ঢুকতেন?
ব্র্যাঙ্কো: নিঃসন্দেহে। ওকে দেখলে সোনার ব্রাজিল মনে পড়ে।

প্র: আর ফ্রেডকে দেখলে?
ব্র্যাঙ্কো: ফ্রেডকে দেখলে মনে হয় এখুনি বাদ দাও। স্কোলারির উচিত কোয়ার্টার ফাইনালে প্রথম মিনিট থেকে উইলিয়ানকে খেলানো।

এ বার যেতে হবে...এনাফ..

প্র: ‘ওকে’ এটাই লাস্ট- আপনি বলেছিলেন চুরানব্বইয়ের কাপ জিততে সেক্স আর মদ্যপান ব্রাজিলকে খুব সাহায্য করেছিল। আপনার স্ত্রী নাকি ম্যাচের মধ্যে একটা অফ ডে-তেই সান ফ্রান্সিস্কোতে গর্ভবতী হন?
ব্র্যাঙ্কো: হ্যাঁ বলেছি। সেক্স টেনশন কমায়। আর একটু-আধটু বিয়ার খেলেও অসহ্য টেনশন থেকে মনটা দূরে থাকে।

প্র: এই ব্রাজিল টিমের জন্য কি একই প্রেসক্রিপশন হওয়া উচিত?
ব্র্যাঙ্কো: (এই প্রথম একটা রাগত চাহনি হেনে) আমার নাম ফিলিপাও নয়!

fifaworldcup gautam bhattacharya branco interview
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy