Advertisement
০৭ মে ২০২৪

খোশমেজাজে রোনাল্ডো, রিয়ালের চিন্তা চোট

ফের লেগে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির। তবে রিয়াল মাদ্রিদ মহাতারকা আর বার্সেলোনার রাজপুত্রের মধ্যে সরাসরি নয়, সমস্যা দুই স্প্যানিশ ক্লাবের সমর্থকদের মধ্যে। রবিবার ন্যু কাম্পে লা লিগায় রোনাল্ডোকে বার্সার সমর্থকরা কটাক্ষ করায় কড়া শাস্তির মুখে পড়তে পারে মেসির ক্লাব। লেভেন্তেকে পাঁচ গোলে হারানোর উৎসবের পরও যা নিয়ে এখন চিন্তায় মেঘ বাড়ছে বার্সায়।

জার্মানি যাওয়ার বিমানে রোনাল্ডো ও পেপে। ছবি: টুইটার

জার্মানি যাওয়ার বিমানে রোনাল্ডো ও পেপে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩১
Share: Save:

ফের লেগে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির। তবে রিয়াল মাদ্রিদ মহাতারকা আর বার্সেলোনার রাজপুত্রের মধ্যে সরাসরি নয়, সমস্যা দুই স্প্যানিশ ক্লাবের সমর্থকদের মধ্যে। রবিবার ন্যু কাম্পে লা লিগায় রোনাল্ডোকে বার্সার সমর্থকরা কটাক্ষ করায় কড়া শাস্তির মুখে পড়তে পারে মেসির ক্লাব। লেভেন্তেকে পাঁচ গোলে হারানোর উৎসবের পরও যা নিয়ে এখন চিন্তায় মেঘ বাড়ছে বার্সায়।

ঘটনাটা কী?

রবিবার ম্যাচ চলাকালীনই বার্সার ক’য়েক জন সমর্থক হঠাৎ ‘রোনাল্ডো মদ্যপ’ বলে গান জুড়ে দেন। স্প্যানিশ লিগ কর্তাদের যা নজর এড়ায়নি। গত বছরের শেষ দিকে দর্শকদের মধ্যে মারামারিতে দিপোর্তিভোর এক সমর্থক মারা যান। তার পর থেকে এমনিতেই স্প্যানিশ ফুটবলে দর্শক ঝামেলা ঠেকাতে প্রচণ্ড কড়া মনোভাব নিয়েছেন লিগ কর্তারা। তাই বার্সার বড় জরিমানা অথবা ন্যু কাম্পের একটা অংশ বন্ধ করে দেওয়ার মতো কড়া শাস্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিন্তু হঠাৎ রোনাল্ডোকে নিয়ে এমন গান বাঁধতেই বা গেলেন কেন বার্সা সমর্থকরা?

ঘটনার সূত্রপাত মাস দু’য়েক আগে। গত ডিসেম্বরে মেসিকে নিয়ে বের্নাবাও স্টেডিয়ামে রিয়াল সমর্থকরা কটু মন্তব্য করেছিল। সেই থেকে তক্কে তক্কে ছিলেন হয়তো বার্সা সমর্থকরা। গত মাসের শেষে আটলেটিকো মাদ্রিদের কাছে হারার পরও রোনাল্ডো মাদ্রিদে জন্মদিনের পার্টিতে উৎসবে মেতেছিলেন। তাঁর এই ঢালাও সেলিব্রেশন নিয়েই পাল্টা বার্সা সমর্থকরা গান বেঁধেছেন বলে মনে করা হচ্ছে। অবশ্য মাস দু’য়েক আগের সে ঘটনায় শাস্তির মুখে পড়তে হয়নি রিয়ালকে। তবে স্প্যানিশ মিডিয়া জানিয়েছিল, যাঁরা মেসিকে নিয়ে কটু মন্তব্য করেছিলেন তাঁদের সনাক্ত করে বহিষ্কারের শাস্তি দিয়েছিল রিয়াল। বার্সাও তাঁদের সমর্থকদের বেলায় একই পথে হাঁটবে কি না সেটাই প্রশ্ন।

এ সবের মধ্যে আবার জার্মানিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চ্যালেঞ্জও রয়েছে রোনাল্ডোদের। মঙ্গলবার বিশেষ বিমানে রিয়ালের ফুটবলাররা জার্মানি রওনা দেন। তাঁদের বিমানযাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। বেশ খোশমেজাজেই দেখা যায় গোটা টিমকে। রোনাল্ডোকেও। তবে ঘটনা হল শনিবার ঘরের মাঠে দিপোর্তিভো লা করুনাকে ২-০ হারানোর ম্যাচেও সমর্থকদের কটাক্ষ শুনতে হয়েছিল গ্যারেথ বেলকে। সঙ্গে সমর্থকেরা ক্ষোভ উগরে দিয়েছিলেন ইকার কাসিয়াস আর কোচ কার্লো আন্সেলোত্তির উপরও। চলতি মরসুমের গোড়াতেই টানা ২১ ম্যাচ জেতার নজির গড়েছিল রিয়াল। কিন্তু তার সঙ্গে এখন রোনাল্ডোদের পারফরম্যান্সের আকাশ-পাতাল তফাত দেখছেন সমর্থকরা। যাঁদের সবচেয়ে বেশি ক্ষোভ ডার্বিতে আটলেটিকোর কাছে ০-৪ হারা নিয়ে।

এই অবস্থায় শালকে ম্যাচে বড় জয়ই সমর্থকদের ক্ষোভ শান্ত করতে পারে বলে মনে করছেন অনেকে। যাদের গত বারের চ্যাম্পিয়ন্স লিগেও দুই পর্ব মিলিয়ে ৯-২ হারিয়েছিলেন বেলরা। কিন্তু এ বার বড় জয় পাওয়ার ক্ষেত্রে রিয়ালের সবচেয়ে বড় বাধা চোট-আঘাত। হামেস রদ্রিগেজ, ফাবিও কোয়েন্ত্রাও, স্যামি খেদিরা, সের্জিও র্যামোস, লুকা মদরিচের মতো তারকারা চোটের জন্য এই ম্যাচেও নেই। লা লিগার শীর্ষে থাকা টিম তাই বুন্দেশলিগার এই মুহূর্তে চার নম্বরে থাকা টিমের বিরুদ্ধে মাঠে নামার আগে চিন্তায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pepe ronaldo real madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE