Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘ছেলেদের তাতাতে নামের পাশে আমার সি দরকার হয় না’

ভারতের অনেক জায়গার চেয়ে অ্যাডিলেডের হাওয়া এই মুহূর্তে অন্য রকম! অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে ভারতের ৪৮ রানে হারার পরে বাকিদের চেয়ে অধিনায়ক বিরাট কোহলির মননও তেমনি অন্য রকম! “ব্যাপারটা মোটেই আমার কাছে হতাশজনক নয়,” ম্যাচের পর সাংবাদিকদের বললেন বিরাট। এমনকী ঋদ্ধি আর শামি বড় শট খেলতে গিয়ে আউট হলেও বিরাট বলছেন, “ওই সময় ক্রিজে আমার সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে যেটা নিয়ে বারকয়েক কথা বলেছি, তার বিষয়বস্তু হল বিশ্বাস।

চেতন নারুলা
অ্যাডিলেড শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৪ ০২:১৬
Share: Save:

ভারতের অনেক জায়গার চেয়ে অ্যাডিলেডের হাওয়া এই মুহূর্তে অন্য রকম! অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে ভারতের ৪৮ রানে হারার পরে বাকিদের চেয়ে অধিনায়ক বিরাট কোহলির মননও তেমনি অন্য রকম!

“ব্যাপারটা মোটেই আমার কাছে হতাশজনক নয়,” ম্যাচের পর সাংবাদিকদের বললেন বিরাট। এমনকী ঋদ্ধি আর শামি বড় শট খেলতে গিয়ে আউট হলেও বিরাট বলছেন, “ওই সময় ক্রিজে আমার সতীর্থ ব্যাটসম্যানের সঙ্গে যেটা নিয়ে বারকয়েক কথা বলেছি, তার বিষয়বস্তু হল বিশ্বাস। ওদের বলেছিলাম, ম্যাচের অবস্থা যেমনই থাকুক না কেন, যদি তুমি বিশ্বাস করো পরের বলটায় বড় শট নেবে, তা হলে নাও। রোহিত সুইপ করতে গিয়ে মিস করছিল। কিন্তু আমি ওকে সমর্থন করে গিয়েছি। এ ভাবেই আমরা টেস্টটা খেলেছি আর সে জন্যই জয়ের এত কাছে পৌঁছে ছিলাম।”

বিদেশের মাঠে টেস্ট ম্যাচের দু’ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ভারতীয় হলেন বিরাট। বিজয় হাজারে, সুনীল গাওস্কর, রাহুল দ্রাবিড়ের পর। যদিও অ্যাডিলেড টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান ভারতীয় এ দিন বললেন, “একটা ভাল ব্যাপার যে, আমি কোনও মাইলফলকের কথা মাথায় নিয়ে খেলি না। আজ ক্রিজে আমি কেবল টার্গেটটা নিয়ে ভেবেছি, হিসেব কষে গিয়েছি কোন বোলারকে কখন আক্রমণ করব! অন্তত টেস্ট ক্রিকেটে আমার এমন কিছু করতে পারাটা আজই প্রথম। আমার কাছে ব্যাপারটা নতুন। তার জন্য অন্তত বলতে পারি আমার ভাল লেগেছে।”

ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেনের কথায় যেন ইঙ্গিত, ভবিষ্যতে তিনি পাকাপাকি অধিনায়ক হলে তাঁর দল এ ভাবেই পজিটিভ থাকবে মাঠে। বিরাট বললেন, “গত বছর দক্ষিণ আফ্রিকা ট্যুরে জো’বার্গ টেস্টকে এত দিন আমি মনে করতাম আমাদের খেলা সবচেয়ে ভাল ম্যাচ। ওই ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু এখন আমাদের দলের খেলা সেরা টেস্ট বলতে আমি অ্যাডিলেড ম্যাচকে ধরব। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, দু’টো দলই একই রকম মানসিকতা নিয়ে এই টেস্ট খেলেছে। যে কারণে দর্শকেরা পাঁচটা দিনই খুব উপভোগ করেছেন। পাঁচ দিনের ম্যাচে দু’টো দলই সাতশোর বেশি রান করছে, এমন ম্যাড়ম্যাড়ে ড্র টেস্ট খেলে লাভ নেই। আমার মতে টেস্ট ম্যাচও হোক উত্তেজক এবং ফলদায়ক।”

দলের হারেও এত ইতিবাচক মনোভাবাপন্ন ভারত অধিনায়ক কিন্তু পরের টেস্টে নেতৃত্বে থাকবেন না। ধোনি নেতৃত্ব দেবেন ব্রিসবেনে বুধবার থেকে। সেটা নিয়েও বিরাট বলে দিলেন, “আমি খুব খুশি যে এমএস ফিট হয়ে উঠে দ্বিতীয় টেস্টে আমাদের নেতৃত্ব দেবে। তবে আমি এখানে ছেলেদের যে ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যে ভাবে ওদের সঙ্গে কথা বলেছি, পরের টেস্টগুলোতেও সে ভাবেই বলব। তার জন্য স্কোর বোর্ডে আমার নামের পাশে একটা ‘সি’ (ক্যাপ্টেন) লেখা আছে কি নেই, সেটা আমার কাছে কোনও ব্যাপার নয়।”

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫১৭-৭ ডিঃ

ভারত প্রথম ইনিংস ৪৪৪

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৯০-৫ ডিঃ (আগের দিন ২৯০-৫)

ভারত দ্বিতীয় ইনিংস

বিজয় এলবিডব্লিউ বো লিয়ঁ ৯৯
ধবন ক হাডিন বো জনসন ৯
পূজারা ক হাডিন বো লিয়ঁ ২১
কোহলি ক মার্শ বো লিয়ঁ ১৪১
রাহানে ক রজার্স বো লিয়ঁ ০
রোহিত ক ওয়ার্নার বো লিয়ঁ ৬
ঋদ্ধিমান বো লিয়ঁ ১৩
কর্ণ ন.আ ৪
শামি ক জনসন বো হ্যারিস ৫
অ্যারন এলবিডব্লিউ বো জনসন ১
ইশান্ত স্টাম্পড হাডিন বো লিয়ঁ ১
অতিরিক্ত ১৫
মোট ৩১৫
পতন: ১৬, ৫৭, ২৪২, ২৪২, ২৭৭, ২৯৯, ৩০৪, ৩০৯, ৩১৪
বোলিং: জনসন ১৬-২-৪৫-২, হ্যারিস ১৯-৬-৪৯-১, লিয়ঁ ৩৪.১-৫-১৫২-৭, সিডল ৯-৩-২১-০, ওয়াটসন ২-০-৬-০, স্মিথ ৩-০-১৮-০, মার্শ ৪-১-১১-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE