Advertisement
E-Paper

ছেলেরা ফুল ফোটাচ্ছেন বাবাদের পথ কাঁটায় ভরা

লিওনেল মেসি আর নেইমার দ্য সিলভা জুনিয়র—ফুটবলের গ্রহের দুই নক্ষত্রের মধ্যে মাঠের মধ্যে মিল-অমিল নিয়ে যখন বিশ্বকাপে রোজ দিন কাটাছেঁড়া চলছে, তখন ব্রাজিল-আর্জেন্তিনার দুই মহাতারকার মধ্যে মাঠের বাইরে একটা জায়গায় অদ্ভুত মিল! না, দু’জনেই বার্সেলোনার গোলমেশিন সেই মিলটা নয়। বরং এটা দুর্ভাগ্যের মিল দুই সুপারস্টার ফুটবলারেরই বাবারা আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে তাঁদের বিখ্যাত ছেলেদের কাপ-মঞ্চে একটু হলেও ভাবমূতির্র ক্ষতি করছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০১৪ ০৪:৩১

লিওনেল মেসি আর নেইমার দ্য সিলভা জুনিয়র—ফুটবলের গ্রহের দুই নক্ষত্রের মধ্যে মাঠের মধ্যে মিল-অমিল নিয়ে যখন বিশ্বকাপে রোজ দিন কাটাছেঁড়া চলছে, তখন ব্রাজিল-আর্জেন্তিনার দুই মহাতারকার মধ্যে মাঠের বাইরে একটা জায়গায় অদ্ভুত মিল! না, দু’জনেই বার্সেলোনার গোলমেশিন সেই মিলটা নয়। বরং এটা দুর্ভাগ্যের মিল দুই সুপারস্টার ফুটবলারেরই বাবারা আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে তাঁদের বিখ্যাত ছেলেদের কাপ-মঞ্চে একটু হলেও ভাবমূতির্র ক্ষতি করছেন।

ব্রাজিল-মেক্সিকো ম্যাচের কয়েক ঘণ্টা আগেই বিখ্যাত স্প্যানিশ সংবাদপত্র ফাঁস করে দিয়েছিল, নেইমারের বাবাকে স্পেনের সুপ্রিম কোর্ট সমন পাঠাচ্ছে। পাঁচ কোটি আশি লক্ষ ইউরোর বিশাল বার্সেলোনা-নেইমার চুক্তির ব্যাপারে ব্রাজিলের ওয়ান্ডার কিড-এর পুরনো ক্লাব সান্তোস যে অভিযোগ তুলেছে সেই ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য। পেলের ক্লাবের অভিযোগ ছিল, বার্সেলোনা-নেইমারের বিশাল অঙ্কের চুক্তির মাত্র সত্তর লক্ষ ইউরো তারা পেয়েছে। অথচ বার্সার অ্যাকাউন্টে দেখানো হয়েছে, চার কোটি ইউরো নাকি সান্তোসের ঘরে ঢুকেছে, নেইমারকে স্প্যানিশ ক্লাবে বিক্রি করে। আর এখানেই নেইমারের বাবা নেইমার দ্য সিলভা সান্তোসের দিকে আঙুল উঠেছে।

সিনিয়র নেইমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের মূল বক্তব্য; তাঁর ‘এন অ্যান্ড এন’ ম্যানেজমেন্ট কোম্পানিই ব্রাজিল ফুটবলের নতুন হার্টথ্রব নেইমারের মার্কেটিং দেখাশোনা করে থাকে। বার্সায় নেইমারকে বেচে সান্তোসের ঘরে যে বিশাল অঙ্কের অর্থ ঢোকাটা স্বাভাবিক ছিল সেটা নাকি ‘এন অ্যান্ড এন’-এর নামে নেইমারের বাবা আত্মসাৎ করেছেন। যে অভিযোগ স্বাভাবিক ভাবেই অস্বীকার করেছে বার্সেলোনা। কিন্তু সান্তোসের মামলার পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবীর আবেদন গ্রাহ্য করে স্পেনের সুপ্রিন কোর্ট নেইমারের বাবাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ায় মনে করা হচ্ছে, ব্যাপারটা অত সহজে মেটার নয়।

এখন নেইমারের বাবার কাঁধে দায়িত্ব আদালতে সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যে, নেইমারের চুক্তি নিয়ে বার্সেলোনা এবং তাঁর দিক দিয়ে কোনও গরমিল হয়নি। শোনা যায়, গত মরসুমে নেইমারকে নিতে মরিয়া বার্সেলোনা তাঁর ম্যানেজমেন্ট এজেন্ট ‘এন অ্যান্ড এন’-কে প্রচুর বাড়তি উপঢৌকন দিয়েছিল। বকলমে যেগুলোর সুবিধা পেয়েছিলেন ওই কোম্পানির মালিক নেইমারের বাবা। যার মধ্যে এমনকী ছিল, লন্ডনে পছন্দের হোটেলে যৌনকর্মীদের সঙ্গে নেইমারের বাবা এক রাত কাটাতে পারবেন। বার্সেলোনা-নেইমারের চুক্তিপত্রে পর্যন্ত সেসব লিখিত রয়েছে!

মেসিকে আবার তাঁর কর ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে স্পেনের আদালত মুক্তি দিলেও তাঁর বাবার বিরুদ্ধে মামলা খারিজ করেনি। এলএম টেনের বাবা জর্জের বিরুদ্ধে অভিযোগ, ছেলের চল্লিশ লক্ষ ইউরো কর ফাঁকি দেওয়ার পিছনে ‘মাস্টারমাইন্ড’ নাকি তিনিই। মেসিকে অভিযোগ থেকে রেহাই দেওয়ার রায়ে বিচারপতি বলেছেন, “এটা বোঝা গিয়েছে যে, মেসি নিজে এই কর ফাকির ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর ম্যানেজমেন্ট কোম্পানির সিদ্ধান্তের সঙ্গেও মেসি সরাসরি জড়িত নন। কিন্তু তাঁর বাবা জর্জের সম্পর্কে সেটা বলা যাচ্ছে না। ফলে মেসির বাবার বিরুদ্ধে ছেলের কর ফাঁকি সংক্রান্ত মামলা চলবে।”

সব মিলিয়ে মেসি-নেইমার বিশ্বকাপের যতই ফুল ফোটান, তাঁদের বাবাদের সরণি কাঁটায় ভরা!

fifaworldcup messi neymar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy