Advertisement
১৮ মে ২০২৪

জনের দলের নামে গুয়াহাটি চায় এএফএ

দলের নামের সঙ্গে ‘গুয়াহাটি’ যোগ করার দাবি জানিয়ে ‘ইন্ডিয়ান সুপার লিগ’-এর আয়োজক সংস্থার কাছে চিঠি পাঠাল অসম ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ইন্ডিয়ান সুপার লিগে গুয়াহাটি দলের নাম দেওয়া হয়েছে ‘নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব’। দলের যুগ্ম-মালিক জন আব্রাহাম এবং লাজোং ফুটবল ক্লাবের কর্তা লারসিং মিং। তাঁদের যুক্তি, শুধু অসম নয় তাঁরা গোটা উত্তর-পূর্বকেই দেশের ক্রীড়ামঞ্চে তুলে ধরতে চান।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০৩:৩২
Share: Save:

দলের নামের সঙ্গে ‘গুয়াহাটি’ যোগ করার দাবি জানিয়ে ‘ইন্ডিয়ান সুপার লিগ’-এর আয়োজক সংস্থার কাছে চিঠি পাঠাল অসম ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ইন্ডিয়ান সুপার লিগে গুয়াহাটি দলের নাম দেওয়া হয়েছে ‘নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব’। দলের যুগ্ম-মালিক জন আব্রাহাম এবং লাজোং ফুটবল ক্লাবের কর্তা লারসিং মিং। তাঁদের যুক্তি, শুধু অসম নয় তাঁরা গোটা উত্তর-পূর্বকেই দেশের ক্রীড়ামঞ্চে তুলে ধরতে চান। তাতে উত্তর-পূর্বের অন্য রাজ্যে ফুটবলের জনপ্রিয়তা বাড়বে। উন্নত হবে পরিকাঠামো।

কিন্তু ওই যুক্তি মানতে নারাজ এএফএ। তাঁদের বক্তব্য, সুপার লিগে দল গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট শহরের ভিত্তিতে ‘ফ্র্যানচাইজি’ নেওয়া হয়েছে। । তাই এখানেও দলের নামে সঙ্গে গুয়াহাটি থাকা বাঞ্ছনীয়। এএফএ-র সচিব অঙ্কুর দত্ত বলেন, “ওই প্রতিযোগিতার জন্য পরিকাঠামো উন্নয়নে অসম সরকার সাড়ে ১২ কোটি টাকা খরচ করছে। মাঠের সমর্থকদের ৮০ শতাংশ গুয়াহাটি ও অসম থেকেই আসবেন। তাই দলের নামে গুয়াহাটি না-থাকলে সমস্যা হতে পারে।”

প্রতিযোগিতার আয়োজক রিলায়্যান্স সংস্থার মিডিয়া ম্যানেজার লীলা সিংহ ধর বলেন, “কোনও দলের মালিক তাঁর দলের নাম কী রাখবেন সেটা একান্তই ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আমাদের চিঠি পাঠিয়ে লাভ কী? স্টেডিয়ামে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেসিংরুম, আলো বসানোর কাজ আমরা করছি। কর্পোরেট বক্স, প্রেস বক্স, গ্যালারি তৈরির দায়িত্ব রাজ্য সরকারের।”

মিং এ নিয়ে মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE