Advertisement
০৬ মে ২০২৪
প্রেম বিতর্ক

টুইটারে বিচ্ছেদ, জল্পনা সম্পর্ক ভাঙারও

নিঃসঙ্গ রোনাল্ডো, ইরিনা কোথায়... মেসির পাশে বান্ধবী থাকলেও রোনাল্ডো কিন্তু ব্যালন ডি’অর রাত থেকেই একাকী।

নিঃসঙ্গ রোনাল্ডো, ইরিনা কোথায়... মেসির পাশে বান্ধবী থাকলেও রোনাল্ডো কিন্তু ব্যালন ডি’অর রাত থেকেই একাকী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৫ ০৩:১০
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি আবার ‘সিঙ্গল’? ব্যালন ডি’অরের আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতে সিআর সেভেনকে নিয়ে ঘুরপাক খাচ্ছে নতুন প্রশ্নের সাইক্লোন। যার ভিত পুরোটাই জল্পনার, কিন্তু মানুষটার নাম যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তখন জল্পনার জোরও তো কম নয়।

মৃদু গুনগুন শুরু হয়েছিল ব্যালন ডি’অরের রাতেই। যখন রোনাল্ডোর সঙ্গে জুরিখের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুধু তাঁর মা ও ছেলে। গত বারও যে অনুষ্ঠানে ফুটবল তারকার বাহুবন্ধনে আবদ্ধ ছিলেন ইরিনা শায়েক, তিনি নেই কেন? লিওনেল মেসির সঙ্গে যেখানে তাঁর বান্ধবী আন্তোনেলা, সেখানে সঙ্গিনী-হীন রোনাল্ডো যেন আরও বেশি প্রকট।

“আমার বয়স এখন ২৯, কিন্তু শারীরিক ভাবে দারুণ জায়গায় আছি।
মনে হচ্ছে আমি এখনও ২৫।” —ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ব্যালন ডি’অরের রাতেই গুজবের আরও মশলা অপেক্ষা করে ছিল। পুরস্কার নিয়ে রোনাল্ডো ধন্যবাদ জানালেন তাঁর মা’কে, পুরস্কার উৎসর্গ করলেন তাঁর ছেলে ক্রিশ্চিয়ানিনহোকে, কিন্তু এক বারের জন্যও রাশিয়ান সুপারমডেল বান্ধবীর নাম মুখে আনলেন না। বরং ব্যালন ডি’অরের গালা ডিনারে তাঁর যাবতীয় মন্তব্য থাকল ফুটবল নিয়েই। জানিয়ে দিলেন, চতুর্থ ব্যালন ডি’অর জেতার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিচ্ছেন। “ব্যক্তিগত স্তর হোক বা দলগত ভাবে, আমি যা করছি, যে সব পুরস্কার জিতছি, তাতে একটা ব্যাপার নিশ্চিত। আমি জেনে গিয়েছি যে, ফুটবলের ইতিহাসে আমার নাম লেখা থাকবে। সর্বকালের সেরাদের নিয়ে যখন বই লেখা হবে, তখন আমাকে নিয়েও কয়েকটা পাতা লিখতে হবে। খুশি হওয়ার মতোই ব্যাপার,” বলে আরও যোগ করেছেন, “আমার বয়স এখন ২৯, কিন্তু শারীরিক ভাবে দারুণ জায়গায় আছি। মনে হচ্ছে আমি এখনও ২৫। সর্বোচ্চ স্তরে আরও পাঁচ-সাত বছর খেলে যেতে পারব। তার পর কী হবে, দেখা যাবে।”

রোনাল্ডোর ফুটবল ভবিষ্যৎ নিয়ে আপাতত ততটাও আগ্রহ নেই, যতটা আছে তাঁর প্রেমের ভবিষ্যৎ নিয়ে। এবং সে প্রসঙ্গে রোনাল্ডো নিশ্চুপ, উল্টো দিকও নীরব।

রোনাল্ডো যে তাঁর কেরিয়ারের তিন নম্বর ব্যালন ডি’অর জিতলেন, তার জন্য প্রেমিককে অভিনন্দনটুকুও জানাননি ইরিনা। না ফেসবুকে, না টুইটারে, না প্রকাশ্যে অন্য কোথাও। উল্টে গত দু’দিন ইনস্টাগ্রামে নিজের একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন। নির্জন সমুদ্রতটে স্বল্পবসনা ইরিনার কোলে সুদৃশ্য ককটেল, কখনও নিতম্বে একজোড়া বালি-মাখা হাতের ছাপ! তার দিনকয়েক আগে নিজের ২৯ বছরের জন্মদিনে রাশি-রাশি গোলাপ আর শ্যাম্পেনের ছবি আপলোড করেছিলেন, কিন্তু কোথাও রোনাল্ডোর নাম করেননি।

তবে নীরব থেকেও সবচেয়ে বড় চমকটা এ দিন দিলেন ইরিনা শায়েক নিজেই। তাঁর প্রেমিককে টুইটারে ‘আনফলো’ করে! সোশ্যাল মিডিয়ার যুগে যা সম্পর্ক ভেঙে দেওয়ারই সমতুল্য।

এর পরেও রোনাল্ডো-ভক্তরা চুপ করে বসে থাকবেন?

ফেসবুক-টুইটারে জোর আলোচনা চলছে— কী হল ইরিনা-রোনাল্ডোর? কিছু দিন আগেও তো সব ঠিকঠাক ছিল। এই তো গত ডিসেম্বরেই সিআর সেভেন ঠাট্টা করে বলছিলেন, তাঁর ব্র্যান্ডেড অন্তর্বাস নাকি বান্ধবী চুরি করে নেন। তার পর ক্রিসমাসের ছুটি কাটানোর যে সব ছবি আপলোড করেছিলেন পর্তুগিজ মহাতারকা, তাতেও তো ছিলেন তাঁর বান্ধবী। কী হল এই ক’দিনে, দু’জনের চার বছরের প্রেমকাহিনিতে যা নতুন কাঁটা বিঁধিয়ে দিল?

কেউ কেউ মনে করছেন, ক্রিসমাসের ছুটি কাটানো নিয়ে নাকি ঝগড়া বেধে গিয়েছিল রোনাল্ডোর মা এবং ইরিনার। সেখান থেকেই নাকি সুখদাম্পত্যে চিড় ধরা শুরু। ফুটবল বিশ্বের অতিরিক্ত কল্পনাপ্রবণ একদল নাগরিক আবার দাবি করছেন, ব্যালন ডি’অরের রাতে অন্তরঙ্গ ভাবে মেসির হাঁটুতে হাত দিয়ে বসেছিলেন রোনাল্ডো। সেটাই নাকি বুঝিয়ে দিয়েছে, সিআর সেভেন এখন অন্য দিকে ঝুঁকেছেন! আবার কারও কারও মত, রোনাল্ডোর প্রাক্তন প্রেমিকার সন্তানও যখন জুটি ভাঙতে পারেনি, তখন এই সামান্য ধাক্কা কীই বা করতে পারবে? রোনাল্ডোর নিন্দুকেরা নতুন বারুদ পেয়ে গিয়েছেন। কারণ যতটুকু যা বোঝা যাচ্ছে, তাতে সম্পর্কটা শেষ করছেন ইরিনাই। রোনাল্ডো এখনও প্রেমিকাকে টুইটারে ‘ফলো’ করছেন। রোনাল্ডোর ‘বিনয়’ যাঁদের অপছন্দ, এত বড় সুযোগ কি তাঁরা হাতছাড়া করবেন?

রোনাল্ডোর মহিলা ভক্তরা কিন্তু খুব খুশি। ‘ইরিনা মোটেও রোনাল্ডোর জন্য সঠিক নয়’ নামক ফেসবুক পেজ যাঁরা তৈরি করতে পারেন, তাঁদের কাছে তো এটা পরম সুসংবাদ!

ছবি: ইনস্টাগ্রাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ronaldo irina shayk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE