অনুষ্কার সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কায় বিরাট
নিজস্ব প্রতিবেদন
‘মাঠে’ নেমে একই ভুল দু’বার করলেন না বিরাট কোহলি। বলিউড নায়িকা অনুষ্কা শর্মার সঙ্গে নিউজিল্যান্ডে তাঁর সময় কাটানোর মুহূর্ত পাপারাৎজিদের নজর এড়াতে পারেনি। শ্রীলঙ্কায় কিন্তু বিরাট সে রকম কোনও সুযোগই দেননি। ঘটনাটা কী? এশিয়া কাপের পর বাংলাদেশ থেকে দেশে ফিরেই নাকি চলতি সপ্তাহে বান্ধবী অনুষ্কার সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কায় যান বিরাট। যেখানে গত কয়েক সপ্তাহ ধরে শুটিংয়ে ব্যস্ত বলিউডের তারকা অভিনেত্রী। একটি সূত্র জানান, “কয়েক দিনের জন্য এখানে এসেছিল বিরাট। অবসরে ওরা একসঙ্গে সময় কাটিয়েছে। অনুষ্কার হোটেলেই বিরাট উঠেছিল। তবে এ বার ওরা অনেক সতর্ক ছিল যাতে কেউ ওদের ছবি তুলতে না পারে। খুব বেশি লোক ব্যাপারটা জানে না।” শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে উড়ে যাওয়া টিমের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই নাকি বিরাট শ্রীলঙ্কা থেকে মুম্বইয়ে ফেরেন। বৃহস্পতিবার বিরাট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন, “বেশ বিশ্রাম হল। এ বার যুদ্ধে ফেরার সময়।” মাসখানেক আগে ভারতীয় দলের সফরের সময় অনুষ্কা নিউজিল্যান্ডে উড়ে গিয়েছিলেন বিরাটের সঙ্গে দেখা করতে। ক্রিকেটার-বলিউড তারকা পার্টনারশিপ গড়ার ইঙ্গিত? না অন্য কিছু? অনুষ্কার মুখপাত্রকে যোগাযোগ করার চেষ্টা করেও নাকি পাওয়া যাচ্ছে না। জল্পনা চলছেই।
ভারত-মেসি নতুন সম্পর্ক
নিজস্ব প্রতিবেদন
কলকাতায় খেলে যাওয়ার স্মৃতি এখনও ঝকঝকে তাঁর মনে। তিনি লিওনেল মেসি শুক্রবার চুক্তি করলেন এক ভারতীয় কোম্পানির সঙ্গে। সেই উপলক্ষ্যে এলএম টেন বলেছেন, “শেষ বার ভারতে পা রাখার সময় কলকাতার মানুষের ভালবাসা আর আবেগ আমাকে অসম্ভব প্রভাবিত করেছিল। ভারত নিয়ে আমার দারুণ সুন্দর সব স্মৃতি রয়েছে। তখন থেকেই আমি আর আমার পরিবার ভারতের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে চাইছিলাম।” বেঙ্গালুরুর কোম্পানিটির সঙ্গে মেসির নতুন চুক্তি অনুযায়ী মোবাইল থেকে ট্যাবলেট-- মেসিকে রেখে এ সবেরই কভার তৈরি করবে কোম্পানি, ফুটবলারের নিজস্ব ব্রান্ড ‘মেসি’ নাম দিয়েই। এ দিকে, বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা চলছে। ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তেমিউর নতুন চুক্তির প্রস্তাবে নারাজ মেসি। স্প্যানিশ প্রচারমাধ্যম লিখেছে, “সাড়ে চার কোটি ইউরোর একটা অঙ্ক ফাটল ধরিয়ে দিয়েছে মেসি আর বার্সেলোনার সম্পর্কে।” ক্লাবের একটি সূত্র অনুযায়ী, মেসিকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার করার প্রতিশ্রুতি দিলেও বার্তেমিউ এখন অনেক কম টাকার প্রস্তাব দিয়েছেন এলএম টেনকে। আর তাতেই তীব্র চটেছেন বার্সেলোনা মহাতারকা। এ ছাড়াও মেসির ছবি-স্বত্বও নিজেদের দখলে রাখতে চাইছে বার্সা।
উৎসবে মেসি-রোনাল্ডো
মাঠে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও স্পেনের ‘ফালাস উৎসব’ উৎসব মিলিয়ে দিল লিও মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যে উৎসবে দুই মহাতারকারই পুতুল তৈরি করা হয়েছে। এই পুতুলকে বলা হয় ‘নিনোতস’। আগামী ১৯ মার্চ ভ্যালেন্সিয়ার রাস্তায় ‘সেন্ট জোসেফ’-কে উৎসর্গ করে জ্বালানো হবে পুতুলগুলি। এ ভাবেই পর্তুগিজ মহাতারকা আর আর্জেন্তিনীয় সুপারস্টারকে সম্মান জানাবেন স্প্যানিশ জনতা।
সানিয়া-কারা জুটি ফাইনালে
মরসুমে প্রথম ট্রফি জয় থেকে এক ধাপ দূরে সানিয়া মির্জা-কারা ব্ল্যাক জুটি। ইন্ডিয়ান ওয়েলস ডব্লুটিএ টুর্নামেন্টের ডাবলসের সেমিফাইনালে পঞ্চম বাছাই ইন্দো-জিম্বাবোয়ে জুটি এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৩-৬, ১০-৭ হারান লুসি হারডেকা-জি ঝেং-কে। গত বছর পরপর দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে মরসুম শেষ করা সানিয়ারা ফাইনালে সিয়ে-পেং বা কুজেনেৎসোভা-স্তোসুর জুটির মুখোমুখি হবেন। এ মরসুমে চারটি টুর্নামেন্টে নেমে সানিয়া-কারা দুটিতে কোয়ার্টার ফাইনালে উঠলেও অন্য দুটিতে প্রথম রাউন্ডে ছিটকে যান।
শেষ আটে সাইনা
অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুইস গ্রাঁ প্রি গোল্ড টুর্নামেন্টে এগোচ্ছেন সাইনা নেহওয়াল। হায়দরাবাদের তারকা শুক্রবার প্রি-কোয়ার্টারে ২১-৭, ২১-১৩ হারান ফ্রান্সের সাশিনা ভিগনেসকে। তবে শেষ আটে তাঁর সামনে কঠিন লড়াই। সাইনার মুখোমুখি বিশ্বের তিন নম্বর ও শীর্ষ বাছাই চিনের ইহান ওয়াং। পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন পারুপাল্লি কাশ্যপ। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে এ দিনই আবার এক ধাপ নেমে গেলেন সাইনা। তিনি আট নম্বরে আছেন। পিভি সিন্ধু ন’নম্বরে। পুরুষদের মধ্যে কে শ্রীকান্ত ২০ আর কাশ্যপ ২৫ নম্বরে।
চার সপ্তাহ মাঠের বাইরে ওজিল
ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের মাচে। সেটাই হল শেষ পর্যন্ত। হ্যামস্ট্রিংয়ের চোটে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্সেনাল তারকা মেসুট ওজিল। আলিয়াঞ্জ এরিনায় বিরতিতে ওজিলকে তুলে নেওয়া নিয়ে ওয়েঙ্গার বলেছিলেন ওজিলের হ্যামস্ট্রিংয়ে ‘গুরুতর’ চোট রয়েছে। ২৫ বছরের জার্মান তারকা এই চোটের জন্য রবিবার টটেনহ্যাম ম্যাচ তো বটেই প্রিমিয়ার লিগে চেলসি, সোয়ানসি, ম্যাঞ্চেস্টার সিটি আর এভার্টনের বিরুদ্ধেও খেলতে পারবেন না। আর্সেনালের খেতাব জয়ের লড়াইয়ে যেটা বড় ধাক্কা।
ফের বাবা হচ্ছেন ফেডেরার
দুই কন্যার পর এ বার তৃতীয় জনের অপেক্ষায়।
যমজ কন্যা মায়লা রোজ ও শার্লিন রিভার পর তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন রজার ফেডেরার। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে ফেডেরার নিজেই এ কথা জানিয়ে বলেন তিনি ও স্ত্রী মিরকা আনন্দটা চেপে রাখতে পারছেন না। ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে, ফেডেরার দম্পতি এ বারও যমজ সন্তানের আশায়। সুইস তারকা ঘনিষ্ঠ মহলে নাকি সে রকমই জানিয়েছেন। ফেডেরার ও মিরকা ২০০৯-এ বিয়ে করেন বাসেলে। ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক কন্যাদের সঙ্গে সময় কাটাতে দারুণ ভালবাসেন। ফেড এক্সপ্রেস নিজেই বলেছেন, অবসরে দুই মেয়ের সঙ্গে খেলতে দুর্দান্ত লাগে!
অন্য কোর্টে...মুম্বই: রুপোর সচিন-মুদ্রা হাতে স্বয়ং সচিন তেন্ডুলকর।
অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটারের নামাঙ্কিত রুপোর মুদ্রার শুক্রবারই উদ্বোধন হল। ছবি: পিটিআই।
অন্য কোর্টে...কলকাতা: বিভিন্ন পেশার প্রবীণদের নিয়ে অভিনব দাবা টুর্নামেন্টের
প্রথম দিন চৌষট্টি খোপের সামনে প্রদীপ বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও
আখতার আলি। সঙ্গে উদ্যোক্তা দিব্যেন্দু বড়ুয়া। ছবি: উৎপল সরকার।