Advertisement
১৮ এপ্রিল ২০২৪

টিটোর দেওয়া শেষ ট্রফি হারানোর মুখে মেসিরা

এই মাঠে অসংখ্য ‘এল ক্লাসিকোর’ সাক্ষী ছিলেন তিনি। এই মাঠে গত মরসুমে রেকর্ড সংখ্যক পয়েন্ট নিয়ে লা লিগা ট্রফি তুলেছিলেন তিনি। এই মাঠের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে তাঁর নাম। সেই ন্যু কাম্পেই শেষ শ্রদ্ধা জানানো হল প্রাক্তন কোচ টিটো ভিলানোভাকে। লিওনেল মেসি থেকে ইনিয়েস্তা, ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন বার্সেলোনার ফুটবলাররা।

শোকাতুর ন্যু কাম্প।

শোকাতুর ন্যু কাম্প।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০১৪ ০২:০৭
Share: Save:

এই মাঠে অসংখ্য ‘এল ক্লাসিকোর’ সাক্ষী ছিলেন তিনি। এই মাঠে গত মরসুমে রেকর্ড সংখ্যক পয়েন্ট নিয়ে লা লিগা ট্রফি তুলেছিলেন তিনি। এই মাঠের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে তাঁর নাম। সেই ন্যু কাম্পেই শেষ শ্রদ্ধা জানানো হল প্রাক্তন কোচ টিটো ভিলানোভাকে। লিওনেল মেসি থেকে ইনিয়েস্তা, ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন বার্সেলোনার ফুটবলাররা।

টিটোর স্মৃতিতে এ দিন বিশেষ জার্সি পরেন বার্সা ফুটবলাররা। যে জার্সিতে লেখা ছিল: “টিটো- পার সেম্প্রে ইটার্ন”। অর্থাৎ, টিটো তোমায় চিরজীবন মনে রাখা হবে। প্রতিটা শব্দেই যেন লুকিয়ে ছিল পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্যকে হারানোর বিষাদ। শুধু মাত্র ফুটবলাররা নয়। টিটোকে শেষ শ্রদ্ধা জানাতে পিছিয়ে ছিলেন না সমর্থকরা। যে কোচ ছিলেন বার্সার শক্তিশালী তিকিতাকা দলের অন্যতম কারিগর, সেই টিটোকে শ্রদ্ধা জানাতে প্রায় প্রত্যেক সমর্থকই পরেছিলেন টিটোর ছবি দেওয়া জামা। ন্যু কাম্পের গ্যালারি জুড়ে এ দিন ‘জাদুকর মেসি’ নয়, ছিল টিটোর একটা বড় ব্যানার। যার মধ্যে প্রকাশ পাচ্ছিল প্রাক্তন কোচের প্রতি সমর্থকদের গভীর ভালবাসা। এক মিনিট নীরবতা পালন হল। সঙ্গে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হল টিটোর কেরিয়ারের ঘটনাবলী। এ ছাড়াও বার্সার যুব দল কবিতা পাঠ করে প্রাক্তন কোচের উদ্দেশে।


ম্যাচের আগে বান্ধবীকে চুম্বন মেসির।

সবই ছিল। কিন্তু যেটা হলে প্রয়াত কোচ সবচেয়ে বেশি খুশি হতেন, সেই জয়টাই আনতে পারলেন না মেসিরা। জয় দিয়ে টিটোকে শেষ শ্রদ্ধা জানাতে পারল না বার্সা। গেতাফের সঙ্গে ২-২ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় মেসি-ইনিয়েস্তাদের। ম্যাচের শুরুতে টিটোর প্রিয় ছাত্র মেসির গোলে ১-০ এগোয় বার্সা। নিজের ২৮তম লা লিগা গোল করে আকাশে তাকিয়ে টিটোকেই যেন তা উৎসর্গ করেন মেসি। যার কিছুক্ষণ পরেই লাফিটার গোলে সমতা ফেরায় গেতাফে। দ্বিতীয়ার্ধে সাঞ্চেজের গোলে ২-১ এগোয় বার্সা। ফের সেই লাফিতাই গোল করে ম্যাচ ড্র করেন।

প্রাক্তন কোচকে শ্রদ্ধা জানানোর দিন আবার বর্তমান কোচের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করল বার্সা সমর্থকরা। গেতাফে ম্যাচ ড্র হওয়ার পরে প্রতিটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই বার্সা সমর্থকরা বলতে থাকেন- ‘মার্টিনো যোগ্য নন বার্সেলোনা কোচ হওয়ার’। কোপা দেল রে ফাইনালে রিয়ালের কাছে হার ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ছিটকে যায় বার্সা। লা লিগাই একমাত্র আশা ছিল ট্রফি জয়ের। কিন্তু গেতাফের সঙ্গে ড্র করে শেষ দু’ম্যাচ বাকি থাকতে লা লিগা জয় প্রায় অসম্ভব মেসিদের জন্য। যা মেনে নিলেন বার্সা কোচ জেরার্দো মার্টিনোও। ম্যাচ শেষে মার্টিনো বলেন, “নিজের দলের সমস্যাগুলো কোনও সময় অজুহাত হিসাবে ব্যবহার করি না। কিন্তু লা লিগা জয়ের জন্য যা দেওয়ার দরকার ছিল সমস্তই দিয়ে দিলাম আজ।” গত মরসুমে টিটোর হাত ধরেই লা লিগা খেতাব জিতেছিল বার্সা। কিন্তু টিটোকে শেষ শ্রদ্ধা জানানোর দিনেই তাঁর দেওয়া ক্লাবকে শেষ খেতাবও হাতছাড়া হওয়ার মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tito barcelona messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE