Advertisement
১১ মে ২০২৪

নজর ফিকরুতে, ব্রাজিলিয়ান অ্যালেক্সকে নিতে পারে বাগান

ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স পেট্রোমেনকে দলে নিতে চলেছে মোহনবাগান। রক্ষণের নড়বড়ে অবস্থা সামাল দিতে হোসে ব্যারেটোর পরামর্শেই তাঁকে নিতে চলেছে সবুজ-মেরুন। আলাও আদিসা ফাতাইকে ছেড়ে দেওয়ার আগেই কলকাতায় খেলে যাওয়া অ্যালেক্সের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছিলেন বাগান কর্তারা। ক্লাব সূত্রের খবর, চুক্তিপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক চললে দল কিংস কাপে খেলতে যাওয়ার আগেই অ্যালেক্স দলের সঙ্গে যোগ দেবেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ০৩:০৫
Share: Save:

ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স পেট্রোমেনকে দলে নিতে চলেছে মোহনবাগান। রক্ষণের নড়বড়ে অবস্থা সামাল দিতে হোসে ব্যারেটোর পরামর্শেই তাঁকে নিতে চলেছে সবুজ-মেরুন।

আলাও আদিসা ফাতাইকে ছেড়ে দেওয়ার আগেই কলকাতায় খেলে যাওয়া অ্যালেক্সের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছিলেন বাগান কর্তারা। ক্লাব সূত্রের খবর, চুক্তিপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক চললে দল কিংস কাপে খেলতে যাওয়ার আগেই অ্যালেক্স দলের সঙ্গে যোগ দেবেন।

ভবানীপুরের হয়ে দু’বছর আগে জাতীয় লিগ টু-তে খেলেছিলেন আ্যালেক্স। তাঁর সঙ্গে ওই টুর্নামেন্টে খেলা ড্যানিয়েল বিদেমি বৃহস্পতিবার বলছিলেন, “আমার দেখা সেরা বিদেশি ডিফেন্ডার। ওর সঙ্গে বেশি দিন খেলিনি ঠিকই। কিন্তু জানতাম কোনও বড় ক্লাব ওকে সই করাবে।”

ক্লাব সূত্রের খবর, টিডি সুভাষ ভৌমিকের বেছে আনা ফাতাই কলকাতা ডার্বিতে দলকে ডোবানোর পরই তাঁকে ছেড়ে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর জায়গায় প্রথমে ইচের নাম উঠেছিল। কিন্তু ক্লাব কর্তারা তাঁকে নিতে চাননি। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাল কার্ড দেখার বদভ্যাস আছে ইচের। যা বহু ম্যাচে দলকে সমস্যায় ফেলেছে। তখন আটলেটিকো দ্য কলকাতার সহকারী কোচ ব্যারেটো মোহন কর্তাদের বলেন, “অ্যালেক্সকে নিলে মোহনবাগানের ভাল হবে। ও ভবানীপুরের জার্সি পরে বেশ ভাল খেলছিল আই লিগে।” কর্তারা এর পরই ব্যারেটোর মাধ্যমে যোগাযোগ করেন অ্যালেক্সের সঙ্গে।

ফাতাই-এর পর স্ট্রাইকার পিয়ের বোয়াকেও ছাড়ার কথা ভাবছেন মোহন কর্তারা। তাঁদের নজরে আটলেটিকো দে কলকাতার স্ট্রাইকার ফিকরু তেফেরা। বিশ্বস্ত সূত্রের খবর, ফিকরুকে প্রাথমিক ভাবে বাজিয়ে দেখা হয়েছে। ইথিওপিয়ার এই স্ট্রাইকারকে সই করাতে কোনও সমস্যা নেই। কারণ ফিকরু ফিফার নিয়মে ফ্রি ফুটবলার। তবে ফিকরুকে দলে নিতে হলে তাঁর আগে বোয়াকে বুঝিয়ে বাড়ি পাঠাতে হবে। বোয়া যে মানসিকতার ফুটবলার তাতে তাঁকে ফেরত পাঠানো কঠিন মানছেন ক্লাব কর্তারা। বোয়া রাজি হলে তবেই ফিকরুর ব্যাপারটি চূড়ান্ত করা হবে। অ্যালেক্সকে নেওয়ার ব্যাপারটি স্বীকার করলেও মোহন কর্তারা ফিকরুর ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

জানুয়ারিতে ক্লাব নির্বাচন। তার আগে ফেড কাপ। ওই টুর্নামেন্টে যাতে দল ব্যর্থ না হয় সেজন্য এখন থেকেই মাঠে নেমে পড়েছেন কর্তারা। অ্যালেক্স, ফিকরুরদের সে জন্যই দলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fikru alex mohun bagan football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE